ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ (ঘ ইউনিট) আন্তর্জাতিক

DU GHA Unit Question Bank International 2018-19

25
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) ২০১৮ সালে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির বিন মোহাম্মদ কাকে পরাজিত করেছিলেন
নাজিব রাজাক
(2) WIPO এর পূর্ণাঙ্গ রূপ--
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন
(3) আফ্রিকার কোন দেশে চীনের সামরিক ঘাঁটি রয়েছে ?
জিবুতি
(4) ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম---।
আনসার আল্লাহ
(5) কম দেশ চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য ইউয়ান মুদ্রা ব্যবহার করে থাকে ?
পাকিস্তান
(6) কোন দেশ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে নাগরিকত্ব প্রদান করেছে
ইকুয়েডর
(7) কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না ?
চীন
(8) কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই ?
ভুটান
(9) কোন মার্কিন আদিবাসী নারী ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য হয়েছেন
শ্যারিস ডেভিডস
(10) কোন সনদের ভিত্তিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়েছিল ?
১৯৯৮ সালের রোম সনম
(11) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের নাগরিকত্ব কোনটি ?
পর্তুগিজ
(12) জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি কোথায় অবস্থিত ?
ওকিনাওয়া
(13) দি সেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভকে (বি আর আই) আরো যে নামে ডাকা হয় ---।
উপরের দুটি নামেই
(14) নেপাল কমিউনিস্ট পার্টি (এনসিপি) কোন ধরনের দুটি রাজনৈতিক দলকে একীভূত কয়েছে ?
দুই কমিউনিস্ট দলকে
(15) প্যারিস চুক্তি হল----
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা
(16) ফোর্বস ম্যাগাজিন কর্তৃক মনোনীত বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী নারী কে ?
আঙ্গেলা মার্কেল
(17) বাব-আল মান্দেব সংযুক্ত কয়েছে --- ।
ইয়েমেন, জিবুতি এবং সোমালিয়াকে
(18) বিশ্বের কোন দেশ অস্ত্র রপ্তানিতে শীর্ষে ?
মার্কিন যুক্তরাষ্ট্র
(19) যুক্তারাজ্যের স্বরাষ্ট্রমস্ত্রীর নাম কী ?
সাজিদ জাভিদ
(20) রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের নেতা ?
ইউনাইটেড রাশিয়া
(21) রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের কোন রাজ্যে বাঁশ করে ?
রাখাইন
(22) লাতিন আমেরিকার কোন দেশটিতে সপ্রতি দুর্ভিক্ষ দেখা দিয়েছে ?
ব্রাজিলিয়ান
(23) সম্প্রতি কোন দুটি দেশকে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দান থেকে বিরত রাখা হয়েছে ?
পাকিস্তান ও উত্তর কোরিয়া
(24) সম্প্রতি কোন দেশটি তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেছে ?
মার্কিন যুক্তরাষ্ট্র
(25) সম্প্রতি ভারতে স্থাপিত সর্দার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্যটির রাষ্ট্রীয় নাম কী ?
স্ট্যাচু অব ইউনিটি