ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ (ঘ ইউনিট) বাংলা

DU GHA Unit Question Bank Bangla 2018-19

26
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) কোন শব্দে 'উপ' উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত ?
উপকণ্ঠ
(2) সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে.......উপর। শূন্যস্থানে বসবে---
ঘাসের
(3) 'আমার সয়ম' কাব্যগ্রস্থটির রচয়িতা কে ?
আবু জাফর ওবায়দুল্লাহ
(4) 'কী জাদু বাংলা গানে।' গানের এ চরণাংশ কোন রচনায় উদ্ধৃত হয়েছে ?
জাদুঘরে কেন যাব
(5) 'কোথায় থাকা হয়?' এটি কোন বাচ্য?
ভাববাচ্য
(6) 'খাসমহল' শব্দের খাস' উপসর্গটি কোন ভাষা হতে আগত ?
আরবি
(7) 'দেউল' শব্দের প্রতিশব্দ কোনটি ?
দেবালয়
(8) 'ধরিয়া' থেকে 'ধরে' ধবনি-পরিবর্তনের কোন নিয়মে হয়েছে ?
অভিশ্রুতি
(9) 'পিত্রাদেশ' শব্দের সন্ধি বিচ্ছেদ হল---
পিতৃ+ আদেশ
(10) 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ ।
পর্তুগিজ
(11) 'পোড় খাওয়া' অর্থ--
প্রতিকূলতা
(12) 'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।' বাক্যটি কোন রচনায় আছে ?
জীবন ও বৃক্ষ
(13) 'সুন্দর' শব্দের প্রমিত উচ্চারণ কোনটি?
শুনদর
(14) 'স্ফীতি' বিশেষ্য পদের বিশেষণ--
স্ফীত
(15) 'হ্ন' যুক্তব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ কোনটি ?
হ+ণ
(16) "Phonetics' শব্দের পরিভাষা--
ধ্বনিবিজ্ঞান
(17) কলেজের স্টাফরুমে একজন ফিসফিস করে 'জেনারেল মনসুন' বলতে কী বুঝিয়েছিলেন ?
বাংলার বর্ষা
(18) কোনটি অপপ্রয়োগের উদাহরণ ?
অধীনস্থ
(19) নিচের কোন বানানটি শুদ্ধ ?
সবিশেষ
(20) নিচের কোনটিতে বহুবচনের অশুদ্ধ ব্যবহার হয়েছে ?
বুধমালা
(21) প্রত্যয় ও বিভক্তিহীন নামপদকে কী বলে ?
প্রাতিপদিক
(22) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'রাজসিংহ' একটি--
ঐতিহাসিক উপন্যাস
(23) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'বায়ান্নর দিনগুলো' নিচের কোন গ্রস্থ থেকে চয়ন করা হয়েছে ?
অসমাপ্ত আত্মজীবনী
(24) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ?
৭ টি
(25) শামসুর রাহমানের জন্মাসাল হচ্ছে---
১৯২৯