1.                    

জন্ম

১৯০৮ খ্রিস্টাব্দ।

2.                   

জন্মস্থান

বিহারের সাঁওতাল পরগণা জেলার দুমকা শহরে।

3.                   

পিতৃদত্ত নাম

প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।

4.                   

মৃত্যু

১৯৫৬ খ্রিস্টাব্দ।

5.                   

প্রথম প্রকাশিত উপন্যাস

জননী (১৯৩৫)

6.                   

প্রথম প্রকাশিত গল্প

অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫)

7.                   

উপন্যাসগ্রন্থ

জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরতলী, অহিংসা, শহরবাসের ইতিকথা, চতুস্কোন, জীবন্ত, সোনার চেয়ে দামী, স্বাধীনতার স্বাদ, ইতিকথার পরের কথা, আরোগ্য ইত্যাদি।

8.                   

গল্পগ্রন্থ

অতসী মামী ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, আজ কাল পরশুর গল্প, ছোট বকুল পুরের যাত্রী , ফেরিওয়ালা।

Subject

Bangla