বরবুডুর মন্দির । পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির । এটি ইন্দোনেশিয়ার জাভায় অবস্থিত । বিহারটি বর্গাকৃতির, এর সবদিকে ১১৮ মিটার । নিচের দিকে পাঁচটি বর্গাকার এবং উপরের তিনটি গোলাকার মিলে সর্বমোট আটটি তলা রয়েছে । জানা যায়, জাভার শৈলেন্দ্র রাজবংশের শাসকরা ৭৭৮ থেকে ৮৫০ খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মাণ করেন ।

Subject

International