৩৫ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা ২০১৫ (বাংলা) প্রথমাংশ

BCS 35th Question Bank Bangla 2015 part 1

21
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) ‘‘তাম্বুল রাতুল হইল অধর পরশে।’’- অর্থ কি?
ঠোঁটের পরশে পান লাল হল
(2) ‘‘প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।’’- গানটির গীতিকার কে?
শেখ ওয়াহিদ
(3) ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
(4) ‘কপাল কুন্ডলা’ কোন প্রকৃতিক রচনা? ‍
রোমান্সমূলক উপন্যাস
(5) ‘তেল নুন লকড়ি’ কার রচিত গ্রন্থ?
প্রমথ চৌধুরী
(6) ‘মঙ্গল‘ কাব্যের কবি নন কে?
দাশু রায়
(7) ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
তারেক মাসুদ
(8) ‘মিলির হাতে স্টেনগান’- গল্পটি কার লেখা?
আখতারূজ্জামান ইলিয়াস
(9) ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন-
জন ক্লাক মার্শম্যান
(10) ‘হপ্ত পয়কার’ কার রচনা?
সৈয়দ আলাওল
(11) ‘হলিয়া’ কবিতা কার রচনা?
নির্মলেন্দু গুণ
(12) কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
আত্মচরতি
(13) কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
‘‘অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার অাত্মদান’’
(14) দ্রোপদী কে?
মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
(15) নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরন করেন?
সোমেন চন্দ
(16) নিমোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’
(17) বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
কৃষ্ণকুমারী
(18) বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
দোহাকোষ
(19) রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
খুলনার দক্ষিণ ডিহি
(20) সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
কাহ্নপা