BCS 35th Preliminary Question Bank Quiz and Solution General knowledge 2015 part 2

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) ‘‘আইনের চোকে সব নাগরিক সমান।’’-বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
ধারা ২৭
(2) ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
বিশ্বব্যাংক
(3) Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিসয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
টেকসই উন্নয়ন
(4) pH হলো-
এসিড ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
(5) কোন প্রাণীকে মরুভুমির জাহাজ বলা হয়?
উট
(6) কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-
তড়িৎবিক্ষণ যন্ত্র
(7) কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কী করবেন?
আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
(8) গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
এক্স-রশ্মি
(9) ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
বাষ্পায়ন শীতলতার সৃস্টি করে
(10) নিম্নের কোন বাক্যটি সঠিক নয়?
ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে।
(11) নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?

NaHCO3

(12) নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কীসের অন্তরায়?
সুশাসনের
(13) নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
(14) বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি-
যুক্ত অবস্থার চাইতে অধিক
(15) মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
ঐচ্ছিক ক্রিয়া
(16) মূল্যবোধ কী?
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড
(17) সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য(Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?
সুশাসনের অর্থনৈতিক দিক
(18) সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
উপরের সবগুলো
(19) সুশাসনের পূর্বশর্ত হচ্ছে-
মত প্রকাশের স্বাধীনতা
(20) হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
আমিষ