BCS 35th Preliminary Question Bank Quiz and Solution General knowledge 2015 part 4

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?
নিউজ উইকস্
(2) দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক-
গ্যারি জে ব্যাস
(3) ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার- এর নাম কোনটি?
ইউরিয়া এবং এএসপি
(4) পরিকল্পনা কমিশনের গৃহিত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
২০১৬-২০২০
(5) বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
সিলেট
(6) বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
তাসকিন আহমেদ
(7) বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত?
কুষ্টিয়া গ্রেড
(8) 'Global Terrorism Index' ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-
ইরাক
(9) ‘উইঘুর’ হলো-
চীনের একটি সম্প্রদায়ের নাম
(10) ‘গ্লাসনস্তনীতি’ কোন দেশে চালু হয়েছিল?
সাবেক সোভিয়েত ইউনিয়ন
(11) ‘ডামিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
দক্ষিণ-পূর্ব এশিয়া
(12) ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-
৩৫০ নটিকেল মাইল
(13) জলবায়ূ পরিবর্তনের হুমকির ব্যপকতা তুলে ধরার জন্যে কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রীসভার বৈঠক করেছে?
মালদ্বীপ
(14) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল-
কমেকন
(15) নেপালের সর্বশেষ রাজা ছিলেন-
রাজা জ্ঞানেন্দ্র
(16) প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল-
ইহুদিদের জন্যে একটি জাতি রাষ্ট্র গঠন
(17) প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে-
ইউকোসুক
(18) ব্রিকসের সবর্শেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-
ব্রাজিল
(19) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহন সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা?
(20) ম্যানগ্রোভ কী?
উপকুলীয় বন