BCS 21th Preliminary Question Bank Quiz and Solution Bangla 1999

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) ‘কবর’ নাটক কার রচনা?
মুনীর চৌধুরী
(2) কোনটি নাটক?
সাজাহান
(3) কোনটি রবীন্দ্রনাথের রচনা?
চতুরঙ্গ
(4) ‘আবোল-তাবোল’ কার লেখা?
সুকুমার রায়
(5) ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ...
অক্লান্তকর্মী
(6) ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
মাইকেল মধুসূদন দত্ত
(7) ‘চাঁদের হাট’ অর্থ কী?
প্রিয়জন সমাগম
(8) ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(9) ‘বাঙ্গালা ভাষার’ ইতিবৃত্ত কার রচনা?
মুহাম্মদ শহীদুল্লাহ্
(10) ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
উদাসীন
(11) ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
মৈথিলী ভাষার একটি উপভাষা
(12) ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒ এখানে ‘মুখ’ বলতে কী ...
শক্তি
(13) ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒ কে বলে...
চণ্ডীদাস
(14) কোন বানানটি শুদ্ধ?
সুচিস্মিতা
(15) কোন বানানটি শুদ্ধ?
মুমূর্ষু
(16) কোনটি অনুজ্ঞা?
তুমি যাও
(17) কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
বিষের বাঁশী
(18) কোনটি কাব্যগ্রন্থ?
কয়েকটি কবিতা
(19) ক্রিয়াপদ ‒
কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
(20) ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন?
তৎসম