BCS 28th Preliminary Question Bank Quiz and Solution Bangla 2008

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) “উপরোধ” শব্দের অর্থ কী ?
অনুরোধ
(2) “সাত সাগরের মাঝি” কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
ফররুখ আহমদ
(3) ইয়ংবেঙ্গল কী ?
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
(4) কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে ?
১৭৫৩ সালে
(5) চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ?
নেপালের রাজগ্রন্থশালা থেকে
(6) জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?
কবিতার কথা
(7) দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি ?
বিয়ে পাগলা বুড়ো
(8) নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?
ধূমকেতু
(9) বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ?
দিক্‌দর্শন
(10) বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ?
উনিশ শতকে
(11) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী ?
মীর মশাররফ হোসেন
(12) বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি ?
আরেক ফাল্গুন
(13) বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ?
মিথিলার
(14) মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী ?
ভারতচন্দ্র রায়গুনাকার
(15) মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?
বেহুলা গীতাভিনয়
(16) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ?
জাহান্নাম হইতে বিদায়
(17) রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি ?
ক্ষুধিত পাষাণ
(18) লোকসাহিত্য কাকে বলে?
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী,গান,ছড়া ইত্যাদিকে
(19) শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লা...
ক্রীতদাসের হাসি
(20) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র ?
রাধাকৃষ্ণের প্রেমের দূতী