BCS 22th Preliminary Question Bank Quiz and Solution Bangla 2001

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) কোনটি ঠিক ?
পথের দাবী (উপন্যাস)
(2) রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
রক্তকরবী
(3) ‘‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’’- এ...
বিরক্তি
(4) ‘অপলাপ’- শব্দের অর্থ কী?
অস্বীকার
(5) ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
তোষামুদে
(6) ‘পদাবলী’-র প্রথম কবি কে?
চণ্ডীদাস
(7) ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)’- কারা রচনা ...
মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
(8) ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’- কে রচনা করেন?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(9) ‘সওগাত’- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
মোহাম্মদ নাসির উদ্দিন
(10) ‘সঞ্চয়িতা’- কোন কবির কাব্য সংকলন?
রবীন্দ্রনাথ ঠাকুর
(11) ‘সাত সাগররে মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে?
ফররূথ আহমদ
(12) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
বাউণ্ডুলের আত্মকাহিনী
(13) কোন কবিতা রচনার কারণে নজরূল ইসলামের কারাদন্ড হয়...
আনন্দময়ীর আগমনে
(14) কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থ?
মরুভাস্কর
(15) দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?
কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
(16) পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?
শরত্‍চন্দ্র চট্রোপাধ্যায়
(17) পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
(18) পদাবলী লিখেছেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
(19) বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান- এর সম্পাদ...
আহমদ শরীফ
(20) বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য...
দীনেশচন্দ্র সেনগুপ্ত