৩৯ তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষার সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী বিষয়ের প্রশ্ন ব্যাংক কুইজ আকারে

BCS 39th Preliminary Question Bank Quiz and Solution International Affairs 2018

Exam held on 04-08-2018

21
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 8 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
51
(2) Cozy Bear একটি কি?
হ্যাকার গ্রুপ
(3) কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
1933
(4) ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
মন্টিনিগ্রো
(5) ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
মিয়ানমার
(6) প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
প্রধানমন্ত্রী
(7) ফলকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?
ডেনমার্ক
(8) বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ?
কনস্টান্টিনোপল
(9) মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
মধ্য আমেরিকা
(10) সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই ?
কুয়েত
(11) ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে ?
পাকাতান- হারাপান
(12) আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
১৬০০-১৮০০ সাল
(13) জিরোসাম গেম (Zero-sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট ?
উদারতাবাদ
(14) ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
সেন্তোষা
(15) নিম্নের কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট ?
মিয়ানমার
(16) বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?
১৯১১ সালে
(17) বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?
নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
(18) যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
ইইউ
(19) সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় ?
জেনেভা
(20) ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
যুক্তরাষ্ট্র