৪০ তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষার সাধারন জ্ঞান । আন্তর্জাতিক বিষয়ের প্রশ্ন ব্যাংক কুইজ আকারে

BCS 40th Preliminary Question Bank Quiz and Solution International Affairs 2019

Exam held on 04-05-2019

31
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 7 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 30 Questions
No Title Answer
(1) Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন-
যুক্তরাষ্ট্রের
(2) ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?
ময়মনসিংহ
(3) ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
লর্ড কার্জন
(4) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?
সোভিয়েত ইউনিয়ন
(5) ২০১৮ সালে বাংলাদেশের GDP-তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?
৩৩.৬৬%
(6) ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত?
$ ১,৭৫২ মার্কিন ডলার
(7) ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
$ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
(8) ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
সাড়ে ৪ হাজার কোটি টাকা
(9) Almond ও powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন-
৪ ভাগে
(10) Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
দ্বিতীয় স্থান
(11) আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?
মানবাধিকার
(12) আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-
১৯৬৬ সালে
(13) আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
১৪৯৮-১৫১৯ খৃষ্টাব্দ
(14) ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-
পর্তুগীজরা
(15) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
১৬ ডিসেম্বর, ১৯৭২
(16) তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
১৩ হাজার ১৩৬ টি
(17) প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
চন্দ্রগুপ্ত মৌর্য
(18) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
পঞ্চম তফসিল
(19) বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসাম সংখ্যা ছিল কত জন?
৩৫ জন
(20) বাংলাদেশ জাতিসংঘের -
১৩৬ তম সদস্য
(21) বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-
১৯৭৪ সালে
(22) বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়-
৭ মার্চ, ১৯৭৩
(23) বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-
১৯৯১ সালে
(24) বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
২ কোটি ২১ লক্ষ একর
(25) বাংলাদেশে সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?
ফরিদপুর