৩৯ তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষার গানিতিক যুক্তি বিষয়ের প্রশ্ন ব্যাংক কুইজ আকারে

BCS 39th Preliminary Question Bank Quiz and Solution Mathematical Reasoning 2018

Exam held on 04-08-2018

18
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 17 of 17 Questions
No Title Answer
(1) | 1-2x | < 1 এর সমাধান -
0 < x < 1
(2) ০.৪ × ০.০২ × ০.০৮ =?
0.00064
(3) 1/√2, 1, √2 - ধারাটির কোন পদ 8√2 হবে ?
৯ তম পদ
(4) 2x2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?
-3/4 < x < -1
(5) c = {x:x ঋনাত্মক পূর্ণসংখ্যা ওবং x2 < 18}; c সেটের উপাদানগুলো হবে?
-1, -2, -3, -4
(6) একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে গিয়ে B অবস্থানে পৌছিল । A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট ?
১০ ফুট
(7) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি. । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো । আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেতফল অপরিবর্তিত থাকবে ?
৭.২ সেমি
(8) একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয়মূল্য-
২০০ টাকা
(9) ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে ?
১২০°
(10) নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম ?
৫/৮
(11) নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
47
(12) যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?
2428
(13) nC12 = nC6 হলে n এর মান কত?
18
(14) দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু. কত?
4
(15) বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
১০ টাকা
(16) যদি, ৯ × ৩ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?
4030
(17) $125\sqrt{5}^{2x}$ = 1 হলে x এর মান কত?
-3