৩৯ তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষার সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বিষয়ের প্রশ্ন ব্যাংক কুইজ আকারে

BCS 39th Preliminary Question Bank Quiz and Solution Bangladesh Affairs 2018

Exam held on 04-08-2018

21
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 8 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
প্লাস্টিক দূষণকে পরাজিত করি
(2) কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?
নিউজউইকস
(3) নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
অনুচ্ছেদ ২২
(4) প্রতাপাদিত্য কে ছিলেন?
বাংলার বারো ভুঁইঞাদের একজন
(5) বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
৭.৮০ শতাংশ
(6) বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
রাষ্ট্রপতি
(7) বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?
২৫ বছর
(8) বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
৭ টি
(9) মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ?
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীরে
(10) শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড অর্জন করেছেন?
এমডিজি এ্যাওয়ার্ড- ২০১০
(11) স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন -
সতীন সরকার
(12) 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রটির পরিচালক কে?
জহির রায়হান
(13) জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?
শেখ হাসিনা
(14) পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
২৩ জুন, ১৭৫৭
(15) বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
১,৭৩,০০০ কোটি টাকা
(16) বাংলাদেশের জিডিপি'তে কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
১৪.১০ %
(17) মুক্তযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে ?
১০ নং সেক্টর
(18) মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা?
হুমায়ুন আহমেদ
(19) মুজিবনগর সরকার কখন গঠিত হয় ?
১০ই এপ্রিল, ১৯৭১
(20) সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে ?
নাইট্রোজেন (Nitrogen)