BCS 37th Preliminary Question Bank Quiz and Solution Bangladesh 2016

Exam held on 01-10-2016

25
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 25 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) ‘খুলনা’ প্রাচীন কোন নগরের অন্তর্গত ছিল?
বাকেরগঞ্জ
(2) ‘গৌড়েশ্বর’ কার উপাধি ছিল?
লক্ষ্মণ সেন
(3) ‘তিন নেতার স্মৃতিসৌধ’-এর স্থপতি কে?
মাসুদ আহমেদ
(4) ‘বাংলা একাডেমি দিবস’ কবে?
৩ ডিসেম্বর
(5) ‘ভোমরা’ স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
সাতক্ষীরা
(6) আলেকজান্ডার কত অব্দে ভারতবর্ষ আক্রমণ করেন?
৩২৭
(7) এনএপিই কোথায় অবস্থিত?
ময়মনসিংহ
(8) কত বছর পূর্বে প্রথম গ্রন্থে ‘বঙ্গ’ শব্দটি পাওয়া যায়?
৩০০০ বছর
(9) কোন আদিবাসী মাতৃতান্ত্রিক?
গারো ও খাসি
(10) কোন দ্বীপটি পর্তুগিজদের আস্তানা ছিল?
মনপুরা দ্বীপ
(11) গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন?
মোহাম্মদ উল্ল্যাহ
(12) জাতীয় পানিসম্পদ পরিষদ গঠন করা হয় কবে?
২ সেপ্টেম্বর ২০১৩
(13) জামালপুরের পুরোনো নাম কী?
সিংহজানী
(14) তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম আদমশুমারি হয় কত সালে?
১৯৫২ সালে
(15) নবরত্নের মধ্যে প্রখ্যাত জ্যোতির্বিদ কে ছিলেন?
বরাহমিহির
(16) পার্বত্য চট্টগ্রামের নুলাইং শৃঙ্গের জলপ্রপাতের উচ্চতা কত?
১০৭ মিটার
(17) বর্তমানে জাতীয় সংসদের কোন আসনে ভোটারসংখ্যা সবচেয়ে বেশি?
ঢাকা-১৯
(18) বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল?
১৭ এপ্রিল ১৯৭১
(19) বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কত সালে গঠিত হয়?
১৯৮৯
(20) বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ কোথায় অবস্থিত?
মিরপুর
(21) বাংলাদেশে বর্তমানে কতটি ডপলার রাডার স্টেশন আছে?
৩টি
(22) বাংলাদেশের জাতীয় হূদরোগ ইনস্টিটিউট কতটি?
১টি
(23) বাংলাদেশের পাহাড়শ্রেণীর ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে —
টারশিয়ারি যুগের
(24) বাংলাদেশের প্রথম ভ্রাম্যমাণ শিশু পার্কের নাম কী?
আনন্দঘূর্ণি
(25) বাংলাদেশের মোট শ্রমশক্তির শতকরা কত ভাগ কৃষি খাতে নিয়োজিত?
৪৮.৪%