BCS 37th Preliminary Question Bank Quiz and Solution Bangla 2016

Exam held on 01-10-2016

25
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 25 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) ‘অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে’- উক্তিটির লেখক কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(2) ‘ঋত্বিক’ শব্দটির প্রতিশব্দ:
হোমক
(3) ‘একটি তুলসী গাছের কাহিনী’- রচনাটি সৈয়দ ওয়ালীউল্লাহর কোন রচনার অন্তর্গত?
দুই তীর ও অন্যান্য গল্প
(4) ‘একটি ফটোগ্রাফ’ যে কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে?
এক ফোঁটা কেমন অনল
(5) ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
বিভাকর
(6) ‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা’- ‘রাস্তা’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
কর্মে শূণ্য
(7) ‘পাঞ্জেরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
মাত্রাবৃত্ত ছন্দ
(8) ‘পেয়ারা’ শব্দটি কোন ভাষা হতে আগত?
পর্তুগিজ
(9) ‘ফের যদি আসি, তবে সিঁধকাটি সঙ্গে করিয়াই আসিব’- এটি কার উক্তি?
গৌরীশংকর
(10) ‘বঙ্গভাষা’ কাবতায় ‘কুললক্ষী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
দেবী
(11) ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
মহৎ+ইমন
(12) ‘মাতৃ হৃদয়ের পক্ষপাতিত্ব নেই’- এ বাক্যটি কোন প্রবন্ধ/ গল্পের অংশ?
অর্ধাঙ্গী
(13) ‘শর্বরী’ কথাটির অর্থ--
রাত
(14) ‘শিক্ষককে সকলেই সম্মান করে’- এটি কোন বাচ্যের উদাহরণ?
কর্তৃবাচ্য
(15) ‘সন্ধি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে--
সম্+ধি
(16) ‘সাক্ষীগোপাল’- এর অর্থ:
নিষ্ক্রিয় দর্শক
(17) ‘সেতারা হেলাল এখনো উঠেনি জেগে’- উক্ত লাইনটিতে কি ভাব ব্যক্ত করা হয়েছে?
উদ্বেগ
(18) ‘হা-ভাত’ এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
ভাতের অভাব
(19) কাজী নজরুল ইসলামের ‘জীবন বন্দনা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
সন্ধ্যা
(20) কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?
নৌকাডুবি
(21) কোনটি সঠিক বানান?
পৌনঃপুনিক
(22) গুরুজনে ভক্তি কর- ‘গুরুজনে’ কোন কারক?
কর্মকারক
(23) নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
গো+পদ=গোস্পদ
(24) প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্গের উচ্চারণকালের এদের সঙ্গে প্রাণ বা শ্বাস বায়ু বেশী বের হয় বলে, এগুলোকে বলা হয়:
মহাপ্রাণ বর্ণ
(25) প্রমথ চৌধুরী কোন সাহিত্যের আদর্শে উজ্জীবিত?
ধ্রুপদী