৩৯ তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষার বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের প্রশ্ন ব্যাংক কুইজ আকারে

BCS 39th Preliminary Question Bank Quiz and Solution Bengali Language and Literature 2018

Exam held on 04-08-2018

22
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 10 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 21 of 21 Questions
No Title Answer
(1) 'Hand out' এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে ?
জ্ঞাপনপত্র
(2) 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
অনল
(3) 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক !'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ?
অনন্বয়ী অব্যয়
(4) 'বাঁধনহারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
উপন্যাস
(5) 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
গরল
(6) কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
আনন
(7) কোন শব্দযুগলটি ভিন্ন?
Love, affection
(8) কোনটি অপাদান কারক?
ট্রেন স্টেশন ছেড়েছে
(9) কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
কানাকানি
(10) বিভক্তহীন নাম শব্দকে কী বলে?
প্রাতিপদিক
(11) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
পদ্মরাগ
(12) সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায় ?
ক্রিয়া ও সর্বনাম
(13) 'খনার বচন' এর মূলভাব কি?
শুদ্ধ জীবনযাপন রীতি
(14) 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি ?
তামসিক
(15) 'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায় ?
দুঃ + অবস্থা
(16) জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
বুদ্ধদেব বসু
(17) নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
করব
(18) কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত ?
উপনেতা
(19) বেদান্ত গ্রন্থ' ও 'বেদান্ত সার' কার রচনা?
রাজা রামমোহন রায়
(20) মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে -
গাজী মিয়াঁর বস্তানী
(21) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে -
বৈকুন্ঠের খাতা