সপ্তমী তৎপুরুষ সমাসে তৎসম শব্দের পূর্বপদটির নিপাত হলে তাকে সুপ্সুপা সমাস বলে। এ সমাস তাই সপ্তমী তৎপুরুষের বৈচিত্র্য। যেমন : পূর্বে অজ্ঞাত = অজ্ঞাতপূর্ব, পূর্বে অদৃষ্ট = অদৃষ্টপূর্ব, পূর্বে ভূত = ভূতপূর্ব, পূর্বে অশ্রুত = অশ্রূতপূর্বে, পূর্বে শ্রুত = শ্রুতপূর্ব।

Subject

Bangla