1.     

জন্ম

৭ মে, ১৮৬১ খ্রিস্টাব্দ; ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ।

2.     

জন্মস্থান

কলকাতার জোড়াসাকোঁতে। 

3.     

মৃত্যু

৭ আগস্ট, ১৯৪১ খ্রিস্টাব্দ; ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ।

4.     

ছদ্মনাম

ভানুসিংহ।

5.     

নোবেল পুরস্কার লাভ করেন

১৯১৩ সালে ‘Song offerings’ -এর জন্য (গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ)

6.     

প্রথম প্রকাশিত কবিতা

‘হিন্দু মেলার উপহার’ (‘অমৃতবাজার’ পত্রিকায় ১৮৭৪ সালে প্রকাশিত হয়।)

7.     

প্রথম প্রকাশিত কাব্য

‘বনফুল’ (১৮৮০)

8.     

কাব্যগ্রন্থ

মানসী, সোনারতরী, গীতাঞ্জলি, বলাকা,  শেষলেখা,  ক্ষণিকা, মহুয়া, চিত্রা, সেঁজুতি, পূরবী, কল্পনা, কণিকা, পত্রপূট, খেয়া, শ্যামলীইত্যাদি।

9.     

শ্রেষ্ঠ কাব্যসংকলন

‘সঞ্চয়িতা’

10. 

প্রথম প্রকাশিত নাটক

‘বাল্মীকি প্রতিভা’ (১৮৮১)।

11.  

উপন্যাস

বৌঠাকুরানীর হাট, শেষের কবিতা,  রাজর্ষি, চোখেরবালি, যোগাযোগ, গোরা, ঘরে-বাইরে, দুই বোন, চতুরঙ্গ, চার অধ্যায়, মালঞ্চ ইত্যাদি।

12. 

প্রথম প্রকাশিত উপন্যাস

বৌ-ঠাকুরাণীর হাট।

13. 

ছোটগল্পগ্রন্থ

গল্পগুচ্ছ, গল্পসল্প, তিন সঙ্গী।

14. 

প্রথম প্রকাশিত ছোটগল্প

‘ভিখারিনী’ (১৮৭৪)

15. 

নাটক

ডাকঘর, রক্তকরবী, বাঁশরী, মুক্তধারা, অচলায়তন, তাসের ঘর, চিরকুমার সভা, অরূপরতন, তাপসী, মুকুট, গৃহপ্রবেশ, পরিত্রাণ, চিত্রাঙ্গদা, বিসর্জন, মালিনী ইত্যাদি।

16. 

প্রবন্ধগ্রন্থ

বিচিত্রপ্রবন্ধ, কালান্তর, পঞ্চভূত, সভ্যতারসংকট।

17. 

প্রবন্ধসাহিত্য

সাহিত্যেরপথে, প্রাচীনসাহিত্য, বিচিত্রপ্রবন্ধ, সভ্যতারসংকট, পঞ্চভূত, ‘বিবিধপ্রসঙ্গ’

18. 

জীবনকথা

আমারছেলেবেলা, জীবনস্মৃতি, বিদ্যাসাগরচরিত, বুদ্ধদেব

19. 

পত্রসাহিত্য

ছিন্নপত্র, রাশিয়ারচিঠি, ভানুসিংহেরপদাবলি, চিঠিপত্র, জাপানযাত্রীইত্যাদি।

Subject

Bangla