“হ চাইর‘শ না হাজার, দুই‘শ সাত পঞ্চাশ খানা মাছ। সাতটা ফাউ নিয়া আড়াইশ‘র দাম দিছে।"- ধনঞ্জয়, কুবেরকে।

“যা বাড়িতে যা। দ্যাখ কান্ড হইয়া আছে।"- কুবেরকে, নকুল।

”ইহা মহত্ব নয় পরোপকার নয়-ইহা রীতি, অপরিহার্য নিয়ম। -রাসুকে পার করে মাঝিদের রাগ প্রসঙ্গে।

“কোন গাঁও থেইকা আইলা মাঝি যাইবা কোয়ানে ?"- কুবের দুজন মাঝির উদ্দেশ্যে।

“আমি একা ফির‌্যা আইলামগো মামা সব কটারে গাঙ্গের জলে ভাসাইয়া দিয়া আমি একা ফির‌্যা আইলাম।”- রাসু পীতমকে ।

“ময়না দ্বীপে বাঘ সিঙ্গি আছে না রাসু ?- পীতম, রাসুকে।

“খাসির একটা মাথা আনলাম কুবির। মস্ত মাথাখানা- মইয়ের মত দুটা শিং।"- সিধুর উক্তি।

“গরীবের উৎসবের আর কি চাই?"- সিধুর সংগৃহীত পণ্য সম্পর্কে।

“হ ছেলে কোলে রোগা বউটিকে তাহার রাজরাণীর মত দেখাইতেছে বটে।"- মালা সম্পর্কে, কুবেরের মনোভাব।

‘পদ্মানদীর মাঝি’কে বলা হয় ? আঞ্চলিক উপন্যাস। স্বচ্ছনীলাভ  মণির মতো কিসের চোখ ?-ইলিশ মাছের।

‘বাদলা দিনের ঝড় জানান দিয়া আহে। 'পদ্মা নদীর মাঝি’উপন্যাসে এই উক্তি কে করেছিলো ?- হোসেন মিঞা।

‘ঈশ্বর থাকেন ঐ গ্রামে, ভদ্র পল্লীতে’-উক্তিটির উপন্যাসের নাম-পদ্মান্দীর মাঝি।

হোসেন মিয়া কোন উপন্যাসের চরিত্র ? -পদ্মানদীর মাঝি।

পদ্মানদীর মাঝি’ উপন্যাসে অবলম্বন হলো- জেলে জীবন।

 পদ্মা নদীর মাঝি’ কে ?- কুবের।

 পদ্মানদীর মাঝি’র কেন্দ্রীয় চরিত্র কোনটি?- কুবের।

‘কাইল চাইরে নামবে? হালার মাছ ধইরা জুত নাই- উক্তিটি কার ?-ধনঞ্জয় ।

 পদ্মানদীর মাঝি’ তে নৌকা ও জালের মালিক কে ? -ধনঞ্জয় ।

কুবের মাঝির বাড়ি কোথায় wছিল ?-কেতুপুর গ্রামে।

মাছ ধরার সময় কুবের প্রথম কার সঙ্গে কথা বলেছিলো?- যদু।

গণেশকে কে চিড়া কিনতে পাঠিয়েছিলো?-ধনঞ্জয় ।

‘ই-আজকি জাড়; কুবের।’-এই বাক্যে ‘জাড়’ শব্দের অর্থ কি ? - শীত।

পদ্মানদীর মাঝি’ উপন্যাসটিতে তিন মাঝি কুবের, ধনঞ্জয় আর গনেশ যে নৌকায় মাছ ধরতে বেরিয়েছিলেন সেটির মালিক কে ?-ধনঞ্জয়।

কেতুপুর গ্রামের কোন দিকে জেলে পাড়া ? পূর্ব দিকে।

বাংলাদেশের কোন নদীকে ‘কীর্তিনাশা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে - পদ্মা নদীকে।

‘একখানা গীত ক দেখি কুবির।’­-কে বলেছে ?- গণেশ।

পদ্মানদীর মাঝি’ উপন্যাসে কোন চরিত্রকে সমগ্র বাংলা সাহিত্যের অভিনব চরিত্র হিসেবে আখ্যায়িত হয়েছে ?- হোসেন মিঞা।

‘হালা ডাকাইত- উক্তিটি কে কাকে e‡j‡Q?¾ কুবের, শীতলকে।

হোসেন মিয়া লোকটি কেমন ?- রহস্যময়।

কুবের কত বছর বয়স হতে মাছ ধরছে ?12 বছর বয়স হতে।

‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি কার লেখা ?- মানিক বন্দ্যোপাধ্যায়ের।

‘হ! গীত না তর মাথা উক্তিটি কার ?'- কুবেরের।

ময়নাদ্বীপ থেকে রাসু পালিয়ে এসেছিল কোন মাসে ?'- বৈশাখ মাসে।

রসুলের বাড়ি কোথায় ?' মালুরচর।

‘আচ্ছা সমুদ্র কত বড়-পদ্মার চেয়েও বড় বুঝি?-কে বলেছে ?' যুগী।

মেজকর্তা কোথায় দখল পেয়েছিলেন ?-হাঁসচরে ।

কপিলা কোন ধরনের চরিত্র ? -রহস্যময়ী ।

হোসেন মিয়া কোন এলাকার মানুষ ?- নোয়াখালি।

রাসুকে কোন দ্বীপে নেয়া হয়েছিলো ? -ময়নাদ্বীপে ।

ময়নাদ্বীপের দৈর্ঘ্য ? -কত  এগার মাইল।

কপিলার স্বামীর নাম কি ? -শ্যামাদাস ।

Subject

Bangla