৪০ তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষার বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের প্রশ্ন ব্যাংক কুইজ আকারে

BCS 40th Preliminary Question Bank Quiz and Solution Bengali Language and Literature

Exam held on 04-05-2019

36
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 7 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 35 Questions
No Title Answer
(1) ‘Attested’- এর বাংলা পরিভাষা কোনটি?
প্রত্যয়িত
(2) ‘অভিরাম’ শব্দের অর্থ কী?
সুন্দর
(3) ‘আগুন পাখি’- উপন্যাসটির রচয়িতা কে?
হাসান আজিজুল হক
(4) ‘ঊর্ণনাভ’- শব্দটি দিয়ে বুঝায়-
মাকড়সা
(5) ‘একুশে ফেব্রুয়ারী’র বিখ্যাত গানটির সুরকার কে?
আলতাফ মাহমুদ
(6) ‘কালো বরফ’ উপন্যাসটির বিষয়:
দেশভাগ
(7) ‘কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের?
বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’
(8) ‘গীর্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
পর্তুগীজ
(9) ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়-
বেঁচে থাকার ইচ্ছা
(10) ‘জীবনস্মৃতি’ কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
(11) ‘জোছনা’ কোন শ্রেণীর শব্দ?
অর্ধ-তৎসম
(12) ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
কৃষ্ণচন্দ্র মজুমদার
(13) ‘প্রোষিতভর্তৃকা’- শব্দটির অর্থ কী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
(14) ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
১৯২২ সন
(15) ‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় __
সর্বাঙ্গ + ঈন
(16) “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো”- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?"
যোগাযোগ
(17) “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি”- চরণ দু’টির রচয়িতা কে?"
মদনমোহন তর্কালঙ্কার
(18) অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
কুম্ভিলকবৃত্তি
(19) ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
মাইকেল মধুসুদন দত্ত
(20) উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
ময়মনসিংহ গীতিকা
(21) উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
রমনীপাদ
(22) কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
(23) কোনটি শুদ্ধ বানান?
প্রোজ্জ্বল
(24) চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
বৌদ্ধধর্ম
(25) জসীম উদ্দীনের রচনা কোনটি?
যাদের দেখেছি