Teacher Recruitment Preliminary Question Bank Quiz and Solution bangla language & Literature 2015 প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ , ২০১৫ দেশের ২২ টি জেলার প্রশ্ন

18
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 18 of 18 Questions
No Title Answer
(1) 'ঠাকুর ' পরিবারের আসল পদবি কি ছিল ?
কুশারি
(2) 'পঞ্চম স্বর' এর অর্থ কি ?
কোকিলের সুরলহরি
(3) 'বিদিত' শব্দটির বিপরীত শব্দ কোনটি ?
অজ্ঞাত
(4) 'ব্যর্থ' এর সন্ধি বিচ্ছেদ কি ?
বি + অর্থ
(5) 'মৃণ্ময় ' শব্দের সন্ধি বিচ্ছেদ -----
মৃৎ + ময়
(6) 'সূর্য ' এর সমার্থক প্রতিশব্দ --
মিহির
(7) The spirit of Islam'বইটির লেখক কে ?
সৈয়দ আমীর আলী
(8) কোন দুটি মূল স্বরধ্বনি নয় ?
ঐ , ঔ
(9) কোনটি খাঁটি বাংলা উপসর্গ ? আভাস ?
অজানা
(10) কোনটি সঠিক? ?
পথের দাবী ( উপন্যাস )
(11) জায়া ও পতি ' সমাস করলে কি হয় ?
দম্পতি
(12) দম্পতি ' কোন সমাস ?
দ্বন্দ্ব
(13) নীচের কোন শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ হয়েছে ?
ক্রন্দণ
(14) বিকৃত ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন ?
বিকার + ইত
(15) মরি মরি' কি সুন্দর প্রভাতের রূপ ' বাক্য 'মরি মরি' কোণ শ্রেনির অব্যয় ?
অনন্বয়ী
(16) শুদ্ধ বাক্য কোনটি ?---
তাহার জীবন সংশয়াপূর্ণ
(17) সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
ধ্বনিতত্ত্ব
(18) সুরঞ্জনা ঐ খানে যেও নাকো তুমি' - কোন কবি এই কথা বলেছেন ?
জীবনানন্দ দাস