প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - ২০১৫ (জয়পুরহাট,চুয়াডাঙ্গা,মানিকগঞ্জ, মাগুরা, শেরপুর ও অন্যান্য জেলা)

Primary Preliminary Question Bank Quiz and Solution 2015 (Joypurhat, Chuyadanga, Manikganj, Magura, Sherpur)

21
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 21 of 21 Questions
No Title Answer
(1) 'অক্ষির সমীপে' এর সংক্ষেপ হল ?
সমক্ষ
(2) 'অপর্ণা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা ?
বিসর্জন
(3) 'আশীবিষ' এর অর্থ কি ?
ভুজঙ্গ
(4) 'এমন ছেলে আর দেখিনি' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
কর্মে শূন্য
(5) 'কান পাতলা' অর্থ কি ?
বিশ্বাসপ্রবণ
(6) 'কালান্তর' প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর
(7) 'না' কোন জাতীয় শব্দ?
অব্যয়
(8) 'ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ ' কে রচনা করেন ?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(9) 'রান্না' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
রাঁধ + না
(10) 'সন্ধ্যা' শব্দের বিশেষণ কোনটি ?
সান্ধ্য
(11) 'সূর্য' এর প্রতিশব্দ _
আদিত্য
(12) 'হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি কোন শ্রেণির ?
সরল
(13) কাজী নজরুল ইসলাম এর প্রথম উপন্যাস কোনটি ?
বাঁধনহারা
(14) কোন শব্দটি ভুল ?
পরিপক্ক
(15) কোনটি খাঁটি বাংলা উপসর্গ :
অজ
(16) কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ ?
ঝম-ঝম
(17) কোনটি শুদ্ধ বানান :
তিতিক্ষা
(18) কোনটি স্বরসন্ধির উদাহরণ ?
বিদ্যালয়
(19) নীল যে আকাশ = নীলাকাশ, এটি কোন সমাস ?
কর্মধারায়
(20) ব্যাকরণ শব্দটি হলো
তৎসম
(21) শব্দ ও ধাতুর মূলকে বলে _
প্রকৃতি