robot

বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ এক সৃষ্টি রোবট(Robot)। রোবট নামটি চেক শব্দ Robota থেকে এসেছে। এর অর্থ হলো বাধ্যতামূলক শ্রম । যেসব কাজে মানুষ সমস্যা বোধ করে, সেখানে শ্রমের বিকল্প হিসেবে ব্যবহারের মধ্য দিয়েই রোবটের সূচনা। অনেকে একে বলেন কৃত্রিম মানুষ। তবে বিজ্ঞানের ভাষায়, রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের যন্ত্র, যা প্রোগ্রামিং- এর মাধ্যমে নড়াচড়া , হিসাব-নিকাশ ইত্যাদি জটিল কাজ করতে পারে। রোবট খুব সূক্ষ্ন ও জটিল কাজ মানুষের চেয়ে অনেক দ্রুত করতে পারে। বর্তমানে শিল্পকারখানা, গবেষণা, দৈহিক শ্রমনির্ভর ভারী কাজ, মহাকাশ গবেষণা, চলচ্চিত্র ইত্যাদি ক্ষেত্রে ব্যাপকভাবে রোবটের ব্যবহার শুরু হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, আগামী দিনে রোবটকে দিয়ে আরও বেশি জটিল ও কঠিন কাজ করানো সম্ভব হবে।

Subject

Information Technology