• জীবনানন্দ দাশ কবে, কোথায় জন্মগ্রহণ করেন- ১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ সালে, বরিশালে।
  • জীবনানন্দ দাশ কোন পত্রিকা সম্পাদনা করেন- দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্য বিভাগ।
  • তাঁর রচনায় কী কাব্যময় হয়ে উঠেছে- গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি।
  • রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে কী বলেছেন-চিত্ররুপময় কবিতা।
  • তাঁর রচিত কবিতায় কী কী  দীপ্যমান- আধুনিক নাগরিক জীবনের হতাশা, নিঃসঙ্গতা, বিষাদ ও সংশয়ের চিত্র।
  • জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থগুলো- ঝরাপালক (১৯২৮), ধূসর পান্ডুলিপি (১৯৩৬), বনলতা সেন (১৯৪২), মহাপৃথিবী (১৯৪৪), সাতটি তারার তিমির (১৯৪৮), রূপসী বাংলা (১৯৫৭), ও বেলা অবেলা কালবেলা (১৯৬১)।
  • জীবনানন্দ দাশকে কী কী বিশেষণে বিশেষায়িত করা হয়-ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রুপসী বাংলার কবি।
  • জীবনানন্দ দাশের রচিত প্রবন্ধগ্রন্থ- কবিতার কথা
  • জীবনানন্দ দাশের রচিত উপন্যাসগুলো কী কী- মাল্যবান (১৯৭৩), সতীর্থ (১৯৭৪)।
  • সম্প্রতি খুঁজে পাওয়া তাঁর আর একটি উপন্যাসের নাম কী- কল্যাণী (প্রকাশ : দেশ ১৯৯৯)।
  • বিপন্ন মানবতার নীল কণ্ঠ কবি কাকে বলা হয়- জীবনানন্দ দাশকে।
  • জীবনানন্দ দাশের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ- ‘ঝরা পালক’ (১৯২৮)
  • ‘রুপসী বাংলা’ জীবনানন্দ দাশের কোন শ্রেণীর গ্রন্থ, এর প্রকাশ কাল- কাব্যগ্রন্থ, ১৯৫৭ সালে প্রকাশিত হয়।
  • আধুনিক বাংলা কাব্যের ক্ষেত্রে কল্লোল যুগের কবি- জীবনানন্দ দাশ।
  • কবি জীবনানন্দ দাশের ওপর কোন বিদেশী গবেষক গবেষণা করেন- ক্লিনটন বি সীলি।
  • জীবনানন্দ দাশের একমাত্র প্রবন্ধ গ্রন্থ কোনটি, এটির প্রকাশ কাল- কবিতার কথা, ১৯৫৬ সালে।
  • ‘জীবনানন্দ দাশের ‘শ্রেষ্ঠ কবিতা’ কাব্যগ্রন্থটি প্রকাশ কাল-১৯৫৪ সালে।
  • ‘মহান পৃথিবী (১৯৪৪) এবং ‘সাতটি তারার তিমির’ (১৯৪৮) কোন জাতীয রচনা? কে রচনা করেছেন- কাব্যগ্রন্থ, জীবনানন্দ দাশ।
  • ‘বেলা অবেলা কাল বেলা’ কোন জাতীয় রচনা এবং গ্রন্থটির রচয়িতা-কাব্যগ্রন্থ, জীবনানন্দ দাশ।
  • জীবনানন্দ দাশ রচিত শ্রেষ্ঠ কবিতা কোনটি- বনলতা সেন।
  • ‘বনলতা সেন’ কবিতাটি কোন কাব্যের অন্তর্ভূক্ত- বনলতা সেন কাব্যগ্রন্থে।
  • ‘বনলতা সেন’ কবিতায় বাংলাদেশের কোন জেলার উল্লেখ আছে- নাটোর জেলার।
  • ‘বনলতা সেন’ কবিতাটির বিষয়বস্ত্ত জীবনানন্দ দাশ কোথা থেকে নিয়েছেন? ‘বনলতা সেন’ এর প্রকাশ কাল- এডগার এলান পো’র টু হেলেন’ কবিতা থেকে। ১৯৪২ সালে প্রকাশিত।
  • তিনি মৃত্যুবরণ করেন- ২২ অক্টোবর, ১৯৫৪ সালে।
  • কিভাবে তিনি মৃত্যুবরণ করেন-ট্রামের নিচে পড়ে আহত হন ও পরে হাসপাতালে মারা যান।

Subject

Bangla