• বুদ্ধদেব বসু কবে, কোথায় জন্মগ্রহণ করেন? ৩০ নভেম্বর, ১৯০৮ সালে; কুমিল্লা।
  • রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে কাকে সব্যসাচী লেখক বলা হয় - বুদ্ধদেব বসুকে।
  • তিনি মূলত কী কী ছিলেন - কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রবন্ধিক, অনুবাদক ও সম্পাদক।
  • জগন্নাথ হলের ছাত্র অবস্থায় তিনি একটি পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন যা আজও বের হয়। তার নাম কী - বাসন্তিকা।
  • বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকাগুলোর নাম কী - প্রগতি (১৯২৭-২৯) ও কবিতা (১৩৪২-৪৭)।
  • হুমায়ুন কবিরের সাথে তাঁর সম্পাদিত ত্রৈমাসিক পত্রিকা কোনটি? - চতুরঙ্গ।
  • বুদ্ধদেব বসুর রচিত গ্রন্থগুলোর নাম কী? - কাব্যগ্রন্থ : মর্মবাণী (১৯২৫), বন্দীর বন্দনা (১৯৩০), কঙ্কাবতী (১৯২৫), যে অাঁধার আলোর অধিক (১৯৫৮), মরচে পড়া পেরেকের গান (১৯৬৬), একদিন চিরদিন (১৯৭১), স্বাগত বিদায় (১৯৭১) ইত্যাদি। উপন্যাস: সাড়া (১৯৩০), সানন্দা (১৯৩৩), লালমেঘ (১৯৩৪), পরিক্রমা (১৯৩৮), কালো হাওয়া (১৯৪২), তিথিডোর (১৯৪৯), নির্জন স্বাক্ষর (১৯৫১), মৌলিনাথ (১৯৫২), নীলাঞ্জনের খাতা (১৯৬০), রাত ভরে বৃষ্টি (১৯৬৭) ইত্যাদি। গল্পগ্রন্থ : অভিনয়, অভিনয় নয় (১৯৩০), রেখাচিত্র (১৯৩১), হাওয়া বদল (১৯৪৩) ইত্যাদি। প্রবন্ধঃ হঠাৎ আলোর ঝলকানি (১৯৩৫), কারে পুতুল (১৯৪৬), সাহিত্যচর্চা (১৩৬১), রবীন্দ্রনাথ, কথাসাহিত্য (১৯৫৫) ইত্যাদি। নাটকঃ মায়ামালঞ্চ (১৯৪৪), তপস্বী ও তরঙ্গিনী (১৯৬৬), কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ (১৯৬৮)। স্মৃতিকথাঃ আমার ছেলেবেলা (১৯৭৩), আমার যৌবন (১৯৭৬)। অনুবাদঃ কালিদাসের মেঘদূত, বোদলেয়ার : তার কবিতা, হেল্ডালিনের কবিতা, রাইনের মারিয়া রিলকের কবিতা।
  • তিনি তাঁর রচনার জন্যে কী কী পুরস্কারে ভূষিত হন - সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার, পদ্মভূষণ উপাধি ও রবীন্দ্র পুরস্কার।
  • তিনি কবে মৃত্যুবরণ করেন- ১৮ মার্চ, ১৯৭৪ সালে।

Subject

Bangla