• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেনত ২৬ জুন, ১৮৩৮ সালে, ভারতের পশ্চিমবঙ্গের চবিবশ পরগণা।
  • তিনি মূলত ছিলেনতঔপন্যাসিক ও বাঙালির নবজাগরণের অন্যতম অগ্রদূত।
  • তিনি প্রথম যে পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চায় আত্ননিয়োগ করেনতসংবাদ প্রবাকরে।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাসের নামতদুর্গেশনন্দিনী (১৮৬৫)। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
  • তাঁর রচিত দ্বিতীয় উপন্যাসের নাম হচ্ছেতকপালকুন্ডলা (১৮৬৬)।
  • ‘পথিক তুমি পথ হারাইয়াছ’। এই সংলাপ সম্পর্কে  বলা হয়তকপালকুন্ডলার এই সংলাপকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। উক্তিটি কপালকুন্ডলা নবকুমারকে করেছে।
  • এই উপন্যাসের আর একটি উল্লেখযোগ্য বাক্য হচ্ছেত ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?
  • দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসের নাম তবিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮)।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস কোনটিত রজনী (১৮৭৭)
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নিষ্কাম ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত হয় কোন উপন্যাসেত দেবী চৌধুরানী (১৮৮৪), সীতারাম (১৮৮৭)।
  • বাংলা উপন্যাসের জনক বলা হয়ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
  • বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস বলে কোনগুলোকে বুঝানো হয়েছেত আনন্দমঠ (১৮৮২), দেবী চৌধুরাণী (১৮৮৪), সীতারাম (১৮৮৭)।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম রচিত উপন্যাসের নামত রাজমোহনস ওয়াইফ। ইংরেজিতে লেখা। প্রকাশ (১৯৫৩)।
  • তিনি বাংলা ভাষার সমালোচনায় কোন ধারার পথ প্রদর্শকততুলনামূলক সমালোচনা ধারার।
  • তিনি যে বিষয়ের উৎকৃষ্ঠ প্রবন্ধ রচনা করেছেনত ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা, সমাজ ইত্যাদি।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধগুলোর নামত লোকরহস্য (১৮৭৪), কমলাকান্তের দপ্তর (১৮৭৫), বিবিধ সমালোচনা (১৮৭৬), সাম্য (১৮৭৯), কৃষ্ণচরিত্র (১৮৮৬), ধর্মতত্ত্ব অনুশীলন (১৮৮৮) ইত্যাদি।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে গ্রন্থটি বাজার থেকে প্রত্যাহার করে নেনত সাম্য (১৮৭৯)।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছেত কমলাকান্ত।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অন্যতম কীর্তি হচেছতবঙ্গদর্শন (১৮৭২) পত্রিকা প্রকাশ ও সম্পাদনা।
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম গ্রাজুয়েট পানত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • বাংলা উপন্যাস রচনায় তাঁর প্রধান কৃতিত্ব তশিল্পসম্মত সার্থক উপন্যাস।
  • তিনি সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে কী আখ্যা লাভ করেনত সাহিত্য সমাট।
  • তিনি হিন্দু ধর্মনুরাগীদের কাছ থেকে কী আখ্যা লাভ করেনত ঋষি।
  • বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কীতললিতা, ১৮৫৬ সালে প্রকাশিত।
  • কত সালে বঙ্কিমচন্দ্র সি. আই. ই উপাধিতে সম্মানিত হনত১৮৯১ সালে।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি বিখ্যাত চরিত্রের নাম করুনতকমলাকান্ত
  • বিধবাকে কেন্দ্র করে রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাসের নাম করুনত বিষবৃক্ষ ও কৃষ্ণকান্তের উইল।
  • বিষবৃক্ষের নায়িকা চরিত্রের নাম উল্লেখ করুনতকুন্দনন্দিনী।
  • ‘কৃষ্ণকান্তের উইল’ এর তিনটি চরিত্রের নাম করুনত গোবিন্দলাল, ভ্রমর, রোহিনী।
  • বঙ্কিম কিসে বিশ্বাসী ছিলেনত হিন্দু জাতীয়বাদ।
  • ‘বন্দোমাতরম’ শব্দটি বঙ্কিমচন্দ্রের কোন রচনায় পাওয়া যায়ত ‘আনন্দ মঠ’ উপন্যাস গ্রন্থে।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর কয়েকটি প্রবন্ধের নাম করুনত সাম্য, লোক রহস্য, মুচিরাম গুড়ের জীবন চরিত্র ইত্যাদি।
  • বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাসের নাম কী? উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়তদুর্গেশ নন্দিনী, ১৮৫৬ সালে প্রকাশিত।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস কোনটি ? কত সালে প্রকাশিত হয়ত কপালকুন্ডলা, ১৮৬৬ সালে প্রকাশিত।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সামাজিক উপন্যাসের নাম কী? কত সালে প্রকাশিত হয়?ত বৃষবৃক্ষ, ১৮৭৩ সালে প্রকাশিত।
  • বঙ্কিমচন্দ্র তাঁর কোন উপন্যাসে দেশপ্রেমকে ফুটিয়ে তুলেছেনত আনন্দমঠ।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনটি ঐতিহাসিক উপন্যাসের নাম করুনত দুর্গেশ নন্দিনী, রাজসিংহ ও চন্দ্র শেখর।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কী এবং কত সালে প্রকাশিত হয়ত বঙ্গদর্শন, ১৮৭২ সালে প্রকাশিত।
  • বাংলা উপন্যাসের রাজ্যে ‘বাংলার ওয়াল্টার স্কট’ কাকে বলা হয়?ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
  • ‘কমলাকান্তের দপ্তর’ কোন শ্রেণীর রচনা? কত সালে প্রকাশিত?ত সরল ব্যাঙ্গাত্নক প্রবন্ধ গ্রন্থ, ১৮৭৫ সালে প্রকাশিত।
  • ইংরেজি ভাষায় লিখিত বঙ্কিমচন্দ্রের RAJMOHONS WIFE কোন জাতীয় রচনা এবং কত সালে প্রকাশিত?ত উপন্যাস ১৮৬২ সালে প্রকাশিত।

তিনি কত তারিখ মৃত্যুবরণ করেন?ত ৮ এপ্রিল ১৮৯৪, (২৬ চৈত্র, ১৩০০)।

Subject

Bangla