প্রশ্নঃ মধ্যযুগের শেষ কবি কে?

উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর।

প্রশ্নঃ মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?

উত্তরঃ ধর্মনির্ভর।

প্রশ্নঃ অন্ধকার যুগের ব্যাপ্তি কত?

উত্তরঃ ১২০১ থেকে ১৩৫০ সাল।

প্রশ্নঃ কোন শাসনের মধ্য দিয়ে অন্ধকার যুগের যাত্রা?

উত্তরঃ মুসলমান শাসন।

প্রশ্নঃ মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা কয়টি?

উত্তরঃ ৪টি।

প্রশ্নঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগের ব্যাপ্তি কত?

উত্তরঃ ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ।

প্রশ্নঃ আদি মহাকাব্য কোনটি?

উত্তরঃ রামায়ণ।

প্রশ্নঃ কোন শাসকের আমলে বাংলা ভাষায় অনুবাদ কর্মের সূচনা হয়?

উত্তরঃ সুলতান রুকনউদ্দীন বরবক শাহ।

প্রশ্নঃ সর্বপ্রথম অনুদিত গ্রন্থের নাম কী?

উত্তরঃ শ্রীকৃষ্ণবিজয় (ভাগবতের অনুবাদ)।

প্রশ্নঃ কবীন্দ্র পরমেশ্বর দাস কার নির্দেশে ‘মহাভারত’ রচনা করেন?

উত্তরঃ চট্টগ্রামের সেনানী শাসক পরাগল খান।

প্রশ্নঃ ‘বাল্মীকি রামায়ণ’ ও ‘কৃত্তিবাসী রামায়ণের’ মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ বাল্মীকি হলেন রামায়ণের মূল রচয়িতা। এটি সংস্কৃত ভাষায় রচিত। পক্ষান্তরে কৃত্তিবাস হলেন মূল রামায়ণের বাংলা অনুবাদক। অর্থাৎ কৃত্তিবাসী রামায়ণ হলো বাংলা ভাষায় অনূদিত রামায়ণ।

প্রশ্নঃ প্রথম রামায়ণ অনুবাদক মহিলা কবি কে?

উত্তরঃ চন্দ্রাবতী।

প্রশ্নঃ হিন্দুদের জাতীয় মহাকাব্য কোনটি?

উত্তরঃ রামায়ণ ও মহাভারত।

প্রশ্নঃ সতীময়না ও লোরচন্দ্রানী মূল কাব্যটি কোন ভাষায় রচিত?

উত্তরঃ হিন্দি ভাষায়।

প্রশ্নঃ নাথ সাহিত্য বলতে কী বোঝায়?

উত্তরঃ বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্যই নাথ সাহিত্য হিসেবে পরিচিত।

প্রশ্নঃ নাথ সাহিত্যের অন্যতম শাখা কোনটি?

উত্তরঃ ময়নামতী ও গোপীচন্দ্রের গান।

প্রশ্নঃ নাথ সাহিত্যের উল্লেখযোগ্য কবি কে কে?

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ, ভীমসেন রায় ও শ্যামদাস সেন নাথ সাহিত্যের উল্লেখযোগ্য কবি।

প্রশ্নঃ নাথ ধর্মে কয়জন গুরুর কথা জানা যায়?

উত্তরঃ ৯ (নয়) জন।

প্রশ্নঃ দেবী কোন নাথ গুরুকে মোহিনীর বেশ ধারণ করেও আদর্শচ্যুত করতে পারেন নি?

উত্তরঃ গোরক্ষনাথ।

প্রশ্নঃ মীননাথের অপর নাম কী?

উত্তরঃ মৎস্যেন্দ্রনাথ।

প্রশ্নঃ ‘গোরক্ষ বিজয়’র রচয়িতা কে?

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।

প্রশ্নঃ বাংলা ভাষায় মহাভারত কাব্যের প্রথম অনুবাদক কবি কে?

উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর।

প্রশ্নঃ ময়মনামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান প্রথম কে সংগ্রহ করেন এবং কোথা থেকে?

উত্তরঃ জর্জ গিয়ার্সন। ১৮৭৮ সালে রংপুর থেকে সংগ্রহ করেন।

প্রশ্নঃ ময়নামতী গোপীচন্দ্রের কাহিনী নিয়ে রচিত ‘গোপীচন্দ্র নাটক’ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? কোন ভাষায় রচিত?

উত্তরঃ নেপাল থেকে। নেপালী ভাষায় রচিত।

প্রশ্নঃ শুকুর আহম্মদের কাব্যের নাম কী?

উত্তরঃ গোপীচন্দ্রের সন্যাস।

প্রশ্নঃ ‘গোরক্ষ বিজয়’ বা ‘গোর্খ বিজয়’ গ্রন্থের রচয়িতা কে? কে সম্পাদনা করেছেন?

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ। আব্দুল করিম সাহিত্য বিশারদ সম্পাদনা করেছেন।

প্রশ্নঃ ‘ময়নামতী বা গোপীচাঁদের গান’ কাব্যের উল্লেখযোগ্য রচয়িতা কে কে?

উত্তরঃ দুর্ভল মল্লিক, ভবানীদাস ও শুকুর আহম্মদ।

প্রশ্নঃ শেখ ফয়জুল্লাহ রচিত গ্রন্থের সংখ্যা কয়টি ও কী কী?

উত্তরঃ ৫টি। যথাঃ (ক) গরোক্ষ বিজয় বা গোর্খ বিজয় (খ) গাজী বিজয় (গ) সত্যপীর (ঘ) জয়নালের চৌতিশা এবং (ঙ) রাসানাম।

প্রশ্নঃ কোন কবি মুসলমান হয়েও নাথ সাহিত্য রচনা করেন?

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।

প্রশ্নঃ ‘মীনচেতন’ কে রচনা করেছেন? কে সম্পাদনা করেছেন?

উত্তরঃ শ্যামদাস সেন। ড. নলিনীকান্ত ভট্টশালী।

প্রশ্নঃ মধ্যযুগের কোন সাহিত্য স্বতন্ত্র ধারার সৃষ্টি?

উত্তরঃ হিন্দি ও ফারসি থেকে অনুদিত প্রণয়োপাখ্যানগুলো।

প্রশ্নঃ মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?

উত্তরঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান।

প্রশ্নঃ ‘গুলে বকাওলী’ অন্য কোন কবি রচনা করেছেন?

উত্তরঃ মুহাম্মদ মকীম।

প্রশ্নঃ ‘গুলে বকাওলী’ কোন জাতীয় রচনা এবং কে রচনা করেছেন?

উত্তরঃ গদ্য ও পদ্যে রচিত রোমান্টিক প্রণয়োপাখ্যান; নওয়াজীশ আলী খান।

প্রশ্নঃ ফারসি ভাষা থেকে অনূদিত কয়েকটি প্রণয়োপাখ্যানের নাম লিখুন।

উত্তরঃ ইউসুফ-জুলেখা, লায়লী-মজনু, গুলে বকাওয়ালী, সয়ফুলমুলুক বদিউজ্জামাল, সপ্তপয়কর ইত্যাদি।

প্রশ্নঃ মধ্যযুগে হিন্দি থেকে কয়েকটি বাংলা অনূদিত কাব্যের নাম লিখুন।

উত্তরঃ পদ্মাবতী, সতী ময়না লোরচন্দ্রানী, মধুমালতী, মৃগাবতী ইত্যাদি।

প্রশ্নঃ আলাওল ব্যতীত অন্যান্য কোন কবি ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’ নামক কাব্যগ্রন্থের রচয়িতা?

উত্তরঃ  দেনাগাজী চৌধুরী, ইব্রাহীম ও মালে মোহম্মদ।

প্রশ্নঃ লাইলী-মজনু কাব্য কোন কবির কাব্যের ভাবানুবাদ এবং এই কাহিনীর মূল উৎস কী?

উত্তরঃ লাইলী-মজনু কাব্য ফারসি কবি জামী’র লাইলী-মজনু নামক কাব্যের ভাবানুবাদ এবং এই কাহিনীর মূল উৎস আরবীয় লোকগাঁথা।

প্রশ্নঃ বাহরাম খাঁনকে কে, কত সালে ‘দৌলত উজির উপাধিতে ভূষিত করেন?

উত্তরঃ চাটিগ্রাম  অধিবাসী মহামতি নৃপতি নেজাম শাহসুর ১৫৬০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময় তাঁকে ‘দৌলত উজির’ উপাধিতে ভূষিত করেন।

প্রশ্নঃ শাহ মুহাম্মদ সগীর ব্যতীত অন্যান্য কোন কোন কবি ‘ইউসুফ-জোলেখা’ রচনা করেন?

উত্তরঃ আবদুল হাকিম, গরীবুল্লাহ, গোলাম সফাতউল্লাহ, সাদেক আলী ও ফকির মুহাম্মদ।

প্রশ্নঃ মধুমালতী’র কাহিনী অবলম্বনে অন্য কোন কোন কবি কাব্য রচনা করেছেন?

উত্তরঃ সৈয়দ হামজা, মুহাম্মদ চুহর, সাকের মোহাম্মদ ও গোপীনাথ দাস।

প্রশ্নঃ কার জীবন কাহিনী নিয়ে জীবনী সাহিত্যের সৃষ্টি?

উত্তরঃ শ্রী চৈতন্যদেব ও তার কতিপয় শিষ্যের।

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে কবে?

উত্তরঃ চতুর্দশ শতকে।

প্রশ্নঃ কড়চা কি?

উত্তরঃ চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে কড়চা বলা হয়।

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ কাল কখন?

উত্তরঃ ষোড়শ শতক।

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলী সাহিত্যের আদি কবি কে?

উত্তরঃ চন্ডীদাস।

প্রশ্নঃ শ্রী চৈতন্যভাগবত প্রথমে কি নামে পরিচিত ছিল?

উত্তরঃ চৈতন্যমঙ্গল।

প্রশ্নঃ বিদ্যাপতি ও চন্ডীদাস কোন শতকের কবি?

উত্তরঃ চর্তুদশ শতকের।

প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত শ্রী চৈতন্যের প্রথম জবিনী কাব্য কোনটি?

উত্তরঃ বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্যভাগবত।

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলী সাহিত্যে কার কার হাতে চরমোৎকর্ষ লাভ করে?

উত্তরঃ বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস।

প্রশ্নঃ জ্ঞানদাস ও গোবিন্দ দাস কোন শতকের কবি?

উত্তরঃ ষোড়শ শতকের।

প্রশ্নঃ কোন কবি বাঙালি না হয়েও এবং বাংলায় কোনো পদ রচনা না করেও বাঙালি বৈষ্ণবের গুরু স্থানীয় হয়ে আছেন?

উত্তরঃ মিথিলার কবি বিদ্যাপতি।

প্রশ্নঃ মৈথিলি ছাড়া আর কোন তিনটি ভাষায় বিদ্যাপতি গ্রন্থ রচনা করেন?

উত্তরঃ সংস্কৃত, অবহঠট ও ব্রজবুলি।

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলীর প্রথম অবলম্বন কী কী?

উত্তরঃ রাধাকৃষ্ণের প্রেমলীলা।

প্রশ্নঃ বৈষ্ণবতত্ত্বের রসভাষ্য বলা হয় কাকে?

উত্তরঃ পদাবলী সাহিত্য।

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সমাজে কী নামে পরিচিত?

উত্তরঃ মহাজন পদাবলী।

প্রশ্নঃ বৈষ্ণব পদাবলী পদকর্তাগণ বৈষ্ণব সমাজে কী নামে পরিচিত?

উত্তরঃ মহাজন।

প্রশ্নঃ অধিকাংশ বৈষ্ণব পদাবলী কোন ভাষায় রচিত হয়েছে?

উত্তরঃ ব্রজবুলি ভাষায়।

প্রশ্নঃ শাক্ত পদাবলী কোন শতকের সাহিত্য?

উত্তরঃ আঠার শতকের।

প্রশ্নঃ কোন কোন ভাষার মিশ্রণে ব্রজবুলি ভাষা রচিত?

উত্তরঃ মৈথিলি ও বাংলা।

প্রশ্নঃ শাক্ত পদাবলীর উল্লেখযোগ্য কবি কে কে?

উত্তরঃ রামপ্রসাদ সেন, রাজা কৃষ্ণচন্দ্র, আলিরজা, কমলাকান্ত, নন্দকুমার প্রমুখ।

প্রশ্নঃ ‘নসীহত নামা’ কোন জাতীয় গ্রন্থ? কে রচনা করেছেন?

উত্তরঃ কাব্যগ্রন্থ। মরদন রচিত।

প্রশ্নঃ ‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত? উক্ত কাব্যের রচয়িতা কে?

উত্তরঃ মৈনাসত। হিন্দি কবি সাধন এই কাব্যটি রচনা করেন।

প্রশ্নঃ আরাকানকে বাংলা সাহিত্যে কী নামে উল্লেখ করা হয়েছে?

উত্তরঃ ‘ রোসাং’ বা রোসাঙ্গ।

প্রশ্নঃ আরাকান রাজসভার অন্যতম খ্যাতিমান ব্যক্তি কে ছিলেন?

উত্তরঃ কোরেশী মাগন ঠাকুর।

প্রশ্নঃ ‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ কোন জাতীয় গ্রন্থ? কে রচনা করেছেন।

উত্তরঃ কাব্যগ্রন্থ। দৌলত কাজী রচনা করেছেন।

প্রশ্নঃ আলাওলের দ্বিতীয় কাব্যগ্রন্থ কোনটি? এটি কোন জাতীয় কাব্য? এই কাব্যের কাহিনীর উৎস কী?

উত্তরঃ সয়ফুলমুলুক বদিউজ্জামাল। এটি প্রেমমূলক কাহিনী কাব্য। এ কাব্যের কাহিনীর উৎস আলেফ-লায়লা বা আরব্য উপন্যাস।

প্রশ্নঃ ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থটি হিন্দি কোন কাব্যগ্রন্থের অনুবাদ? হিন্দি কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ পাদুমাবত। রচয়িতা কবি মালিক মুহম্মদ জায়সী।

প্রশ্নঃ কার আদেশে আলাওল ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থটি রচনা করেন?

উত্তরঃ মাগন ঠাকুরের আদেশে আলাওল ‘পদ্মাবতী’ রচনা করেন।

প্রশ্নঃ কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন?

উত্তরঃ চিতোরের রানী পদ্মিনীর কাহিনী নিয়ে কবি আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন।

প্রশ্নঃ ড. মুহম্মদ এনামুল হকের মতে আলাওলের জন্মস্থান কোথায়?

উত্তরঃ চট্টগ্রাম অন্তর্গত হাটহাজারী থানাধীন জোবরা গ্রামে।

প্রশ্নঃ মধ্যযুগে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য অবদান কী?

উত্তরঃ  রোমান্টিক প্রণয়োপাখ্যান।

প্রশ্নঃ আলাওলের অন্যান্য রচনার নাম করুন।

উত্তরঃ তোহফা, সেকান্দরনামা, সঙ্গীত শাস্ত্র (রাগতাল নামা), বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ রূপকে রচিত পদাবলী ইত্যাদি।

প্রশ্নঃ  রোমান্টিক প্রণয়োপাখ্যানের উৎস কী?

উত্তরঃ ফারসি ও হিন্দি সাহিত্য।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকদের নাম উল্লেখ করুন।

উত্তরঃ  দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকার।

প্রশ্নঃ ফারসি গ্রন্থ থেকে অনূদিত তিনটি প্রণয়োপাখ্যানের নাম লিখুন।

উত্তরঃ ইউসুফ জোলেখা, লায়লী-মজনু, সয়ফুল মুলুক-বদিউজ্জামান।

প্রশ্নঃ বিদ্যাসুন্দর প্রণয়োপাখ্যানটির রচয়িতা কে?

উত্তরঃ সাবিরিদ খান।

প্রশ্নঃ নওয়াজিস খান রচিত একটি রোমান্টিক প্রণয়োপাখ্যানের নাম লিখুন।

উত্তরঃ গুল-ই-বকাওলী।

প্রশ্নঃ মাগন ঠাকুর কে ছিলেন? তাঁর রচিত কাব্যগ্রন্থের নাম কী?

উত্তরঃ মাগন ঠাকুর রোসাঙ্গরাজার প্রধানমন্ত্রী ও আলাওলের পৃষ্ঠপোষক ছিলেন। তার রচিত কাব্যগ্রন্থের নাম ‘চন্দ্রাবতী’।

প্রশ্নঃ ‘পদ্মাবতী’ কে রচনা করেন? কোন জাতীয় রচনা?

উত্তরঃ মহাকবি আলাওল। ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।

প্রশ্নঃ ‘দেওয়ানা মদিনা’ পালাটির রচয়িতা কে? এই পালার বিষয়বস্ত্ত কী?

উত্তরঃ মনসুর বয়াতি। বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলালের বিচিত্র জীবন কাহিনী এবং দুলাল ও গৃহস্থকন্যা মদিনার প্রেম কাহিনী এই পালার বিষয়বস্ত্ত।

প্রশ্নঃ  মৈমনসিংহ গীতিকা’ কী? কে সংগ্রহ ও সম্পাদনা করেছেন?

উত্তরঃ ব্রহ্মপুত্র নদ দ্বারা দ্বিধাবিভক্ত সাবেক ময়মনসিংহ জেলার পূর্বাংশ নেত্রকোনা, কিশোরগঞ্জের বিল, হাওড় ও বিভিন্ন নদ-নদী প্লাবিত বিস্তৃত ভাটি অঞ্চলের বাংলার শ্রেষ্ঠ গীতিকার যে শতদলগুলি বিকশিত হয়েছিল তাই ‘মৈমনসিংহ গীতিকা’ নামে পরিচিতি। ড. দীনেশ চন্দ্র সেন কর্তৃক এই গীতিকাগুলো সংগৃহীত এবং সম্পাদিত হয়।

প্রশ্নঃ মৈমনসিংহ গীতিকা’র অন্তর্গত উল্লেখযোগ্য গীতিকাগুলি কী কী?

উত্তরঃ মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি।

প্রশ্নঃ মৈমনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয়?

উত্তরঃ ১৯২৩ সালে।

প্রশ্নঃ ‘দেওয়ানা মদিনা’ পালাটির রচয়িতা কে?

উত্তরঃ মনসুর বয়াতি।

প্রশ্নঃ  লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি?

উত্তরঃ ছড়া।

প্রশ্নঃ কার সম্পাদনায় ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা প্রকাশিত হয়?

উত্তরঃ ড. দীনেশচন্দ্র সেন।

প্রশ্নঃ মৈমনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনূদিত হয়েছে?

উত্তরঃ ২৩টি।

প্রশ্নঃ ‘জঙ্গনামা’ কাব্যের কয়েক জন বিশিষ্ট কবির নাম উল্লেখ করুন।

উত্তরঃ দৌলত উজির বাহরাম খান, হায়াত মাহমুদ, মুহম্মদ খান প্রভৃতি।

প্রশ্নঃ ‘মর্সিয়া’ কথাটি এসেছে কোন ভাষা থেকে? এর অর্থ কী?

উত্তরঃ আরবি ভাষা থেকে।

প্রশ্নঃ কোন কবির মাধ্যমে মধ্যযুগের অবসান হয়েছে?

উত্তরঃ ভারতচন্দ্রের মাধ্যমে।

প্রশ্নঃ মার্সিয়া সাহিত্য বাংলা সাহিত্যের কোন যুগে রচিত হয়?

উত্তরঃ মধ্যযুগের বাংলা সাহিত্যে।

প্রশ্নঃ মর্সিয়া সাহিত্যের পিছনে কোন বৈশিষ্ট্য বিশেষভাবে বিদ্যমান?

উত্তরঃ ধর্মীয়।

প্রশ্নঃ ফকির গরীবুল্লাহ রচিত অন্যতম কাব্যগ্রন্থ কোনটি? এটি কোন সাহিত্যের ভাষায় রচিত?

উত্তরঃ ‘জঙ্গনামা’ কাব্য। এটি মুসলমানী পুঁথি সাহিত্যের ভাষায় রচিত।

প্রশ্নঃ বটতলার সাহিত্য বলতে কী বোঝ?

উত্তরঃ কলকাতার সস্তা ছাপাখানা থেকে সাহিত্য ধারার কাব্য দেশময় প্রচারিত হয়েছিল বলে অনেক পুঁথি সাহিত্যিকে বটতলার সাহিত্য হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রশ্নঃ পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রন ঘটেছে?

উত্তরঃ আরবি, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি প্রভৃতি।

প্রশ্নঃ ফকির গরীবুল্লাহর শ্রেষ্ঠ কবি প্রতিভা কোন গ্রন্থে বিধৃত?

উত্তরঃ ইউসুফ জুলেখা।

প্রশ্নঃ শায়ের কারা? কয়েকজন উল্লেখযোগ্য শায়েরের নাম করুন।

উত্তরঃ পুঁথি সাহিত্যের রচয়িতাদের শায়ের বলা হয়। উল্লেখযোগ্য শায়ের হচ্ছেন ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মুহম্মদ, আয়েজুদ্দিন, মুহম্মদ মুনশী, দানেশ প্রমুখ।

প্রশ্নঃ পুঁথি সাহিত্যে প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন?

উত্তরঃ ফকির গরীবুল্লাহ।

প্রশ্নঃ কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত কে?

উত্তরঃ  গোঁজলা গুঁই।

প্রশ্নঃ ‘নানান দেশের নানান ভাষা।/ বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা’ এই গানটির রচয়িতা কে?

উত্তরঃ নিধু বাবু।

প্রশ্নঃ বাংলা টপ্পা গানের জনক কে ছিলেন? টপ্পা গান থেকে আধুনিক বাংলা সাহিত্যের কোন ধারার সূত্রপাত হয়েছে?

উত্তরঃ টপ্পা গানের জনক ছিলেন নিধু বাবু। টপ্পা গান থেকে আধুনিক বাংলা গীতিকবিতার সূত্রপাত হয়েছে।

প্রশ্নঃ কবিগানের বিশেষ গৌরবের যুগ কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল?

উত্তরঃ ১৭৩০-১৮৩০ সাল পর্যন্ত।

প্রশ্নঃ শ্রীরামপুর মিশনের প্রধান উদ্দেশ্য কি ছিল?

উত্তরঃ খ্রিস্টধর্ম প্রচার।

প্রশ্নঃ উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত প্রথম বই এর ভাষা ও নাম কী?

উত্তরঃ পর্তুগিজ ভাষা, বই এর নাম ‘কনুকসোজ’।

প্রশ্নঃ ধাতুতে খোদাই বাংলা হরফ ব্যবহার করা হয় কোন গ্রন্থে?

উত্তরঃ ১৭৭৮ সালে রচিত ব্র্যাসি হ্যালহেডের A Grammar of the Bengali Language  গ্রন্থে।

প্রশ্নঃ উপমহাদেশের প্রথম ছাপাখানা কবে স্থাপিত হয়?

উত্তরঃ ১৪৯৮ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজ কত সাল পর্যন্ত চালু ছিল?

উত্তরঃ ১৮৫৪ সাল পর্যন্ত।

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম অধ্যাপক নিযুক্ত হন কে?

উত্তরঃ উইলিয়াম কেরি।

প্রশ্নঃ সর্বপ্রথম কাকে ইংরেজ মিশনারী হিসেবে এ দেশে পাঠানো হয়?

উত্তরঃ উইলিয়াম কেরি ও উইলিয়াম টমাসকে।

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজে ১৮০১ থেকে ১৮১৫ সাল পর্যন্ত মোট কতটি গ্রন্থ রচিত হয়?

উত্তরঃ ১৩টি।

প্রশ্নঃ ঢাকায় প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে, কি নামে ও কোন সালে?

উত্তরঃ সুন্দর মিত্র। বাংলা প্রেস নামে। ১৮৬০ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ উপমহাদেশে প্রথম কারা ছাপাখানা আমদানি করে?

উত্তরঃ পর্তুগিজরা।

প্রশ্নঃ সম্পূর্ণ বাংলা অক্ষরের সর্বপ্রথম নকশা প্রস্ত্ততকারীর নাম কী?

উত্তরঃ চার্লস উইলকিনস। জাতিতে ইংরেজ।

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সংবাদ পত্র কোনটি? কোথা থেকে প্রকাশিত হয়?

উত্তরঃ রংপুর বার্তাবহ। রংপুর থেকে।

প্রশ্নঃ সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন কে?

উত্তরঃ চার্লস উইলকিনস।

প্রশ্নঃ বাংলা অক্ষর সর্বপ্রথম মুদ্রিত হয় কোন গ্রন্থে?

উত্তরঃ ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড রচিত A grammar of the Bengali Language’ গ্রন্থে।

প্রশ্নঃ বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা কাকে বলা হয়?

উত্তরঃ চার্লস উইলকিনসকে।

প্রশ্নঃ কোন বাঙ্গালি প্রথম বাংলা অক্ষর খোদাই করেন?

উত্তরঃ পঞ্চানন কর্মকার।

প্রশ্নঃ ‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের রচয়িতা কে?

উত্তরঃ রামনারায়ণ তর্করত্ন।

প্রশ্নঃ ‘তারাবাঈ’ নাটকটির রচয়িতা কে?

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।

প্রশ্নঃ ‘কবর’ নাটকটির রচয়িতা কে?

উত্তরঃ মুনীর চৌধুরী।

প্রশ্নঃ ‘খেলা রাম খেলে যারে’ কার রচনা?

উত্তরঃ  সৈয়দ শামসুল হকের।

প্রশ্নঃ ‘জমিদার দর্পণ’ নাটক রচনা করেছেন কে?

উত্তরঃ মীর মশাররফ হোসেন।

প্রশ্নঃ ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনটি কার রচনা?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্নঃ ‘নুরুল দীনের সারাজীবন’ নাটকের রচয়িতা কে?

উত্তরঃ  সৈয়দ শামসুল হক।

প্রশ্নঃ ‘কাফেলা’ নাটকের রচয়িতার নাম কী?

উত্তরঃ ইব্রাহিম খাঁ।

প্রশ্নঃ ‘ওরা কদম আলী’ নাটকের রচয়িতা কে?

উত্তরঃ মামুনুর রশীদ।

প্রশ্নঃ ‘বেদের মেয়ে’ নাটকটির রচয়িতা কে?

উত্তরঃ জসীম উদদীন।

প্রশ্নঃ ‘বিয়ে পাগলা বুড়ো’ প্রহসনের রচয়িতা কে?

উত্তরঃ দীনবন্ধু মিত্র।

প্রশ্নঃ ‘নীলদর্পণ’ কোন জাতীয় নাটক?

উত্তরঃ গণজাগরণমূলক।

প্রশ্নঃ ‘নীল দর্পণ’ নাটকের রচয়িতা কে?

উত্তরঃ দীনবন্ধু মিত্র।

প্রশ্নঃ ‘নীল দর্পণ’ নাটকের প্রকাশকাল কত?

উত্তরঃ ১৮৬০ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ নবীন মাধব কোন নাটকের চরিত্র?

উত্তরঃ নীল দর্পণ নাটকের।

প্রশ্নঃ ‘মানচিত্র’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ আলাউদ্দিন আল আজাদ।

প্রশ্নঃ মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির উপজীব্য বিষয় কী?

উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।

প্রশ্নঃ ‘দন্ডকারণ্য’ গ্রন্থটির রচয়িতার নাম কি?

উত্তরঃ মুনীর চৌধুরী।

প্রশ্নঃ ‘নববাবু বিলাস’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ প্রমথনাথ শর্মা।

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি?

উত্তরঃ রামনারায়ণ তর্করত্নের ‘কুলীনকুল সর্বস্ব’।

প্রশ্নঃ ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটি রচনা করেন কে?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্নঃ ‘বসন্তকুমারী’ মীর মশাররফ হোসেনের কোন শ্রেণীর রচনা?

উত্তরঃ নাটক।

প্রশ্নঃ ‘ভদ্রার্জুন’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ তারাচরণ সিকদার।

প্রশ্নঃ ‘রক্ত করবী’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘চিত্রাঙ্গদা’ কোন শ্রেণীর রচনা?

উত্তরঃ নৃত্যনাট্য।

প্রশ্নঃ ‘সধবার একাদশী’ প্রহসনের রচয়িতা কে?

উত্তরঃ দীনবন্ধু মিত্র।

প্রশ্নঃ ‘কড়ি দিয়ে কিনলাম’ উপন্যাসটি রচনা করেন কে?

উত্তরঃ বিমল মিত্র।

প্রশ্নঃ ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ শওকত ওসমান।

প্রশ্নঃ ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ প্যারীচাঁদ মিত্র।

প্রশ্নঃ আবুল ফজল রচিত গ্রন্থগুলো কী কী?

উত্তরঃ ‘চৌচির’, রাঙা প্রভাত, রেখাচিত্র, জীবন পথের যাত্রী।

প্রশ্নঃ ‘পথের পাঁচালী’ উপন্যাসের উপজীব্য বিষয় কী?

উত্তরঃ গ্রামীণ জীবন।

প্রশ্নঃ আহসান হাবীবের বিখ্যাত উপন্যাস কোনটি?

উত্তরঃ অরণ্য নীলিমা।

প্রশ্নঃ ‘উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?

উত্তরঃ উপন্যাস।

প্রশ্নঃ ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসটির রচয়িতা কে?

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্নঃ ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ  সৈয়দ ওয়ালীউল্লাহ।

প্রশ্নঃ জহির রায়হান রচিত উপন্যাসের নাম কী?

উত্তরঃ ‘আরেক ফাল্গুন’, হাজার বছর ধরে’, বরফ গলা নদী।

প্রশ্নঃ ‘তেইশ-নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ ডঃ আলাউদ্দীন আল-আজাদ।

প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ  অদ্বৈত মল্লবর্মণ।

প্রশ্নঃ ‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণীর রচনা?

উত্তরঃ উপন্যাস।

প্রশ্নঃ ‘দত্তা’ উপন্যাসটির লেখক কে?

উত্তরঃ শরৎচন্দ্র  চট্টোপাধ্যায়।

প্রশ্নঃ ‘আবদুল্লাহ’ উপন্যাসটি কে রচনা করেন?

উত্তরঃ কাজী ইমদাদুল হক।

প্রশ্নঃ ‘আনন্দ মঠ’ ও ‘দেবী চৌধুরাণী’ গ্রন্থ দুটির রচয়িতা কে?

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্নঃ ‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়।

প্রশ্নঃ শওকত ওসমান রচিত উপন্যাসের নাম কী?

উত্তরঃ জননী।

প্রশ্নঃ ‘পদ্মা-মেঘনা-যমুনা’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ আবু জাফর শামসুদ্দিন।

প্রশ্নঃ ‘ফুলমণি ও করুণার বিবরণ’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ  শ্রীমতি ক্যাথেরিনা।

প্রশ্নঃ ‘বরফগলা নদী’ উপন্যাসের রচয়িতা নাম কী?

উত্তরঃ জহির রায়হান।

প্রশ্নঃ ‘সারেং বৌ’ গ্রন্থের লেখক কে?

উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।

প্রশ্নঃ সৈয়দ মুজতবা আলীর রচিত ‘ময়ুরকণ্ঠী’ ও ‘শবনম’ কোন শ্রেণীর রচনা?

উত্তরঃ উপন্যাস।

প্রশ্নঃ ‘সংশপ্তক’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।

প্রশ্নঃ ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটির রচয়িতা কে?

উত্তরঃ আবু ইসহাক।

প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস বলে স্বীকৃত গ্রন্থের নাম কী?

উত্তরঃ আলালের ঘরের দুলাল।

প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের প্রথম উপনাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় কখন?

উত্তরঃ ১৮৬৫ সালে।

প্রশ্নঃ ‘বিশ শতকের মেয়ে’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ নীলিমা ইব্রাহিম।

প্রশ্নঃ ‘বাঁধনহারা’ উপন্যাসের রচয়িতার নাম কী?

উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কী?

উত্তরঃ দুর্গেশ নন্দিনী।

প্রশ্নঃ ‘রাজর্ষি’ উপন্যাসটির রচয়িতা কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব সবচেয়ে বেশি কোন শ্রেণীর রচনার জন্য?

উত্তরঃ চতুর্দশপদী কবিতা রচনার জন্য।

প্রশ্নঃ সনেটের পথিকৃৎ কে?

উত্তরঃ পেত্রার্ক।

প্রশ্নঃ সুকান্ত ভট্টাচার্যের সাড়া জাগানো কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃ ছাড়পত্র।

প্রশ্নঃ ‘বঙ্গসুন্দরী’ কাব্যের রচয়িতা কে?

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

প্রশ্নঃ বাংলা চতুর্দশপদী কবিতার প্রবর্তক কে?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতি কবিতা রচনা করেন কে?

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

প্রশ্নঃ ‘সনেটে সঙ্কলন’ কাব্যগ্রন্থের প্রণেতা কে?

উত্তরঃ সুফী মোতাহার হোসেন।

প্রশ্নঃ রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ যে পত্রিকায় প্রকাশিত হয়, তার নাম কী?

উত্তরঃ জ্ঞানাঙ্কুর।

প্রশ্নঃ ‘সারাদামঙ্গল’ কাব্যটি রচনা করেছেন?

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

প্রশ্নঃ ‘সঞ্চয়িতা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ ‘সনেট’ শব্দটি কোন ভাষার শব্দ?

উত্তরঃ ইটালিয়ান।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের কনিষ্ঠতম সন্তান বলা হয় কাকে?

উত্তরঃ  ছোটগল্পকে।

প্রশ্নঃ ‘রিক্তের বেদন’ গল্পগ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘ক্ষুধিত পাষাণ’ গল্পটি কী ধরনের?

উত্তরঃ অতি প্রাকৃত।

প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম সচেতন ছোটগল্প শিল্পী কে?

উত্তরঃ স্বর্ণকুমারী দেবী। তার গল্প গ্রন্থের নাম নবকাহিনী।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ কোন ছোটগল্প রচনা করেন?

উত্তরঃ ল্যাবরেটরী।

প্রশ্নঃ রবীন্দ্রনাথের রচিত প্রথম সার্থক ছোটগল্প কোনটি?

উত্তরঃ দেনা-পাওনা।

প্রশ্নঃ ‘রাইফেল রোটি আওরাত’ গ্রন্থটি রচনা করেন কে?

উত্তরঃ আনোয়ার পাশা।

প্রশ্নঃ ‘ফুড কনফারেন্স’-গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ আবুল মনসুর আহমদ।

Subject

Bangla