ইহা করিমের বিবেচ্য নহে.......................... কর্তায় ৬ষ্ঠী।

সূর্য উঠিলে রাত্রির অন্ধকার দূর হয়................. কর্তায় শূন্য।

দারা নামে পারশ্যের এক রাজা ছিলেন............ কর্তায় শূন্য।

করিমের না গেলে নয়.............................. কর্তায় ৬ষ্ঠী।

সর্বাঙ্গ দংশিল মোর নাগ-নাগবালা................ কর্তায় শূন্য।

ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্মালী তরুবরে ?            কর্মে ৭মী।

বিহগে ললিত গীতি শিখায়েছে ভালবাসি.......... কর্মে ৭মী।

আমার ভাত খাওয়া হইল না।................... কর্মে শূন্য।

সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা ?................. কর্মে শূন্য।

শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।.......... কর্মে শূন্য;অধিকরণে ৭মী।

রাক্ষসে বধিবে ভীম তোমার প্রসাদে.............. কর্মে ৭মী করণে ৭মী।

গৃহহীনে গৃহ, দিলে আমি থাকি ঘরে............... কর্মে ৭মী।

মীরা বাগানে ফুল তুলিতেছে........................ কর্মে শূন্য।

বইখানা ধরো........................................ কর্মে শূন্য।

পাহাড় নড়ায় সাধ্য কার ?.......................... কর্মে শূন্য।

আমি কখনও ঢাকা দেখি নাই...................... কর্মে শূন্য।

তোমায় দেখলেও পাপ.............................. কর্মে ৭মী।

সোনা গলাইয়া গহনা করা হয়...................... কর্মে শূন্য।

গীর্জায় গিয়া যীশু ভজে সে.......................... কর্মে শূন্য।

মা শিশুকে চাঁদ দেখাইল............................ কর্মে শূন্য।

কি সাহসে এমন কথা করিতেছে................... কর্মে ৭মী।

সে সম্পত্তি নষ্ট করিয়াছে............................ কর্মে শূন্য।

তাহার দেখা পাওয়া দুষ্কর........................... কর্মে ৬ষ্ঠী।

অর্থ অনর্থ ঘটায়...................................... কর্মে শূন্য।

চোরাবাজারী দমন করিবে কে ................... কর্মে শূন্য।

জিজ্ঞাসিব জনে জনে............................... কর্মে ৭মী।

কেন বঞ্চিত হব ভোজনে........................... কর্মে ৭মী।

ডাক্তারকে ডাক..................................... কর্মে ২য়া।

তুমি কি চাও......................................... কর্মে শূন্য।

ধৈর্য ধর, বাঁধ বুক................................... কর্মে শূন্য।

কোথা সে ছায়া সখি কোথা সে জল................ কর্মে শূন্য।

চোর ধৃত হইয়াছে.................................... কর্মে শূন্য।

চাহিনা করিতে বাদ-প্রতিবাদ..................... কর্মে শূন্য।

সে তিনদিন পথ চলিল............................. কর্মে শূন্য।

সারারাত জাগিয়া কাটাইয়াছি...................... কর্মে শূন্য।

ডাক্তার ডাকো....................................... কর্মে শূন্য।

রাখাল গরু চরায়..................................... কর্মে শূন্য।

বৃথা গঞ্জ দশাননে................................... কর্মে ৭মী।

সে তুর্কি নাচন নাচিল.............................. কর্মে শূন্য।

সমিতিতে চাঁদা দাও...................... সম্প্রদানে ৭মী, কর্মে শূন্য।

সে খুব ঠকান ঠকাইয়াছে............................ কর্মে শূন্য।

মশা মেরে হাত কালো করো না.................... কর্মে শূন্য।

আমি কখনো গঙ্গা দেখি নাই....................... কর্মে শূন্য।

এমন চোরের মত বাঁচা বাঁচিতে চাইনা............. কর্মে শূন্য।

এ বয়সে ঢের দেখা দেখেছি......................... কর্মে শূন্য।

ওই ফুলটি তুলিও না................................ কর্মে শূন্য।

এমন অদ্ভুত জন্তু কেহ কখনও দেখে নাই........... কর্মে শূন্য।

যাদুকর একটি আলুকে ডিম বানাইল............. কর্মে ২য়া, কর্মে শূন্য।

তাহার এক সপ্তাহ জ্বর হইয়াছে...................... কর্মে শূন্য।

পাপীকে ধিক........................................ কর্মে ২য়া।

আমি তোমা বিনা আর কাহাকেও জানি না....... কর্মে শূন্য।

এমন মেয়ে তো দেখি নাই.......................... কর্মে শূন্য।

বুদ্ধি খাটিয়ে কাজ করো         কর্মে শূন্য।

Subject

Bangla