• আলাউদ্দিন আল আজাদ জন্মগ্রহণ করেন-১৯৩২ সালের ৬ মে, নরসিংদী জেলার রামনগর গ্রামে।
  • আলাউদ্দিন আল আজাদের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম ও ধরন হচ্ছে- জেগে আছি (১৯৫০), গল্পগ্রন্থ।
  • আলাউদ্দিন আল আজাদের উল্লেখযোগ্য গল্পসমূহের নাম- কাব্যগ্রন্থ : মানচিত্র (১৯৫০), ভোরের নদীর মোহনায় জাগরণ (১৯৬২), গল্পগ্রন্থ: জেগে আছি (১৯৫০), ধানকন্যা (১৯৫১), মৃগনাভি (১৯৫৩), শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন (১৯৬২), কর্ণফুলি (১৯৬২), ক্ষুধা ও আশা (১৯৬৪), বিশৃঙ্খলা (১৯৯৭) ইত্যাদি।
  • যে কবিতাটি লিখার জন্য তিনি জনপ্রিয়, তার নাম-স্মৃতিস্তম্ভ।
  • ‘স্মৃতিস্তম্ভ’ কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত- মানচিত্র।
  • আলাউদ্দিন আল আজাদের কোন উপন্যাসটি ‘বসুন্ধরা’ নামে চলচ্চিত্রায়িত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে- তেইশ নম্বর তৈলচিত্র। ১৯৭৭ সালে পুরস্কার পায়।
  • আলাউদ্দিন আল আজাদ রচিত বাংলা সাহিত্যের অন্যতম ছোটগল্প হচ্ছে- ছাতা।
  • আলাউদ্দিন আল আজাদের প্রথম প্রকাশিত কাব্য -মানচিত্র (১৯৬১)।
  • আলাউদ্দিন আল আজাদের প্রথম প্রকাশিত নাটক-মরক্কোর জাদুকর (১৯৫৮)।
  • ‘শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন’ গ্রন্থটি কে রচনা করেছেন? কোন জাতীয গ্রন্থ?- আলাউদ্দিন আল আজাদ, উপন্যাস।
  • ‘সাহিত্যের আগন্তুক ঋতু’ কোন জাতীয গ্রন্থ রচনা করেছেন- প্রবন্ধ গ্রন্থ, আলাউদ্দিন আল আজাদ।
  • মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত আলাউদ্দিন আল আজাদের গ্রন্থের নাম- ফেরারী ডায়েরী।
  • শিল্পীর সাধনা এবং ‘লেলিহান পান্ডুলিপি’ আলাউদ্দিন আল আজাদের কোন জাতীয রচনা- ‘শিল্পীর সাধনা’ এবং লেলিহান পান্ডুলিপি : কাব্যগ্রন্থ।
  • আলাউদ্দিন আল আজাদের দুটি উল্লেখযোগ্য নাটকের নাম - মায়াবী প্রহর এবং ইহুদীর মেয়ে।
  • ‘তেইশ নম্বর তৈলচিত্র’ এর রচয়িতা কে এবং এটি কোন জাতীয় গ্রন্থ- আলাউদ্দিন আল আজাদ, উপন্যাস।
  • উপজাতীয়দের জীবন চরিত্র নিয়ে রচিত আলাউদ্দিন আল আজাদের গ্রন্থটির নামত এটি কোন জাতীয় গ্রন্থ- কর্ণফুলী, উপন্যাস।
  • আলাউদ্দিন আল আজাদ যে পুরস্কার লাভ করেন- বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৪), ইউনোস্কো পুরস্কার (১৯৬৫), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৭৭)।

Subject

Bangla