ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ (খ ইউনিট) সাধারণ জ্ঞান

DU KHA Unit Question Bank General knowledge 2015-16

25
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 25 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) 'ছিয়াত্তরের মন্বত্তর' বাংলা কোন সনে সংঘটিত হয় ? (In which Bangla year did the great 'Famine of seventy six' occur?)
১১৭৬ (1176)
(2) ‘মনপুরা ৭০’ কী? (What is ‘Manpura 70’?)
একটি চিত্রকর্ম (A painting)
(3) ‘সুর সম্রাট’ কাকে বলা হয়?(Who is called the 'Sur Samrat'?)
ওস্তাদ আলাউদ্দিন খাঁ (Ustad Alauddin Khan)
(4) অধরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী-- (The Bangladeshi physicist who led the discovery of an elusive massless particle is --)
এম জাহিদ হাসান (M Zahid Hasan)
(5) অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন-(The last Chief Minister of undivided Bengal was-)
হোসেন শহীদ সোহরাওয়ার্দি (Hoseyn shaheed Suhrawardy)
(6) এক সকালে তুমি গলা ব্যাথা ও সর্দি নিয়ে ঘুম থেকে উঠলে। ডাক্তার তোমাকে পরীক্ষা করে বললেন এন্টিবায়োটিকে তোমার রোগ ভাল হবে না। নিচের কোনটি ডাক্তারের এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করে? (One morning you wakes up with a sore throat and a running nose. Your doctor
তোমার ভাইরাসের সংক্রমণ ঘটেছে (you are infected by a virus)
(7) কোন বিপ্লব ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব এ মূলমন্ত্রের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? (Which revolution was inspired by the motto 'Liberty, equality and fraternity'?)
ফরাসী বিপ্লব (French revolution)
(8) কোনটি জীবাশ্ম জ্বালানী নয়? (Which is not fossil fuel?)
জৈবগ্যাস (biogas)
(9) কোনটি প্রত্নতাত্ত্বিক নয়?(Which is not an archaeological site?)
সুন্দরবন(Sundarbans)
(10) চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি? (Which one is the biggest religious festival of the Chakmas?)
বিজু (biju)
(11) চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন বাংলায় আসেন যার সময়ে -- (Chinese traveler Fa-Hien came to Bengal during the reign of--)
প্রথম চন্দ্রগুপ্ত (Chandragupta the first)
(12) ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? (Who built the famous Tara Mosque of Dhaka?)
শায়েস্তা খান (Shaista Khan)
(13) ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত? (In which district is the river Dhanshiri located?)
ঝালকাঠি (Jhalokhathi)
(14) নিচের কোন জায়গায় জমির সামাজিক মালিকানা নেই? (Which of the following places does not have a community land ownership system?)
রাঙ্গামাটি (Rangamati)
(15) নিচের কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয় ‘কালো দিবস’ হিসেবে পালিত হয়?(Which of the following days is observed as 'black day' by the University of Dhaka?)
২৩ আগস্ট (23 August)
(16) নিচের কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে?(Which of the following has been declared a world heritage site by the UNESCO?)
ষাট গম্বুজ মসজিদ (Sixty domed mosque)
(17) নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় ? (Which one of the following is not a constitutional body?)
দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission)
(18) প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা কোন নদীতে? (Across which river will the proposed tipaimukh Dam be built?)
বরাক (the Barak)
(19) বাংলাদেশ - ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় ২০১৫ সালের কোন মাসে? (In which month of 2015 did the Bangladesh - India Encla...
আগস্ট (August)
(20) বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধন করা হয়-(So far, the constitution of Bangladesh has been amended-)
ষোলো বার (sixteen times)
(21) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ঢাকা ---------------- এর অন্তর্ভুক্ত ছিল । (During the liberation war of Bangladesh, Dhaka was under ----------)
সেক্টর ২ (Sector 2)
(22) বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন - (The first Independent Sultan of Bengal was -)
ফখরুদ্দিন মোবারক শাহ (Fakhruddin Mubarak Shah)
(23) মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো-(Mixed economic system is-)
সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা (state and private ownership of property)
(24) সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? (Which dynasty did emperor Asoka belong to?)
মৌর্য (Maurya)
(25) হিন্দুমতে 'মান্ধাতা' ছিলেন---------------যুগের শাসক ? ('Mandhata', according to Hindu mythology, was a ruler of ----,)
ত্রেতাযুগ (The Treta Yuga)