ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ (খ ইউনিট) সাধারণ জ্ঞান

DU B Unit Question Bank General knowledge 2015-16

22
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 25 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 22 of 22 Questions
No Title Answer
(1) ‘‘সেপ্টেম্বর অন যশোর রোড’’- এর লেখক কে?
জহির রায়হান
(2) ‘বেইল আউট’ শব্দটি জড়িত-
সংসদীয় কার্যক্রম
(3) ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’- গানটির গীতিকার কে?
গোবিন্দ হালদার
(4) ১৯৫৬ সালের কোয়ালিশন সরকারের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?
কৃষি ও পল্লী উন্নয়ন
(5) GSP- এর পূর্নরূপ কী?
Generalized system of preference
(6) Sustainable Development Goals (SDG)-এর সময়কাল কত?
২০১৬-২০৩০
(7) The Universe in a Nutshell গ্রন্থটির লেখক কে?
স্টিফেন হকিং
(8) কোন দেশের ডাক টিকেটে সে দেশের নাম লেখা থাকে না?
যুক্তরাজ্য
(9) ক্রিকেট জগতে সুপরিচিত ‘জগমোহন ডালমিয়া’ মৃত্যুবরণ করেন-
১৯ সেপ্টেম্বর ২০১৫
(10) তেল রিজার্ভে শীর্ষ দেশ কোনটি–
ভেনিজুয়েলা
(11) ফেয়ার ফ্যাক্স কি?
সংবাদ সংস্থা
(12) বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে?
১ আগস্ট ২০১৫
(13) বাংলাদেশের কোন পত্রিকাটির কলকাতা সংস্করণ প্রকাশিত হয়?
আনন্দ আলো
(14) বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
সৈয়দ আলী আহসান
(15) বিশ্বে সর্বপ্রথম কোন দেশে জাতীয় পতাকা প্রচলন শুরু হয়?
ডেনমার্ক
(16) মধ্যযুগে মুসলিম শাসিত কোন শহরকে ‘light house of Europe’ বলা হতো?
বাগদাদ
(17) সর্বপ্রথম কোন দেশে মহিলাদের ভোটাধিকার প্রদান করা?
নিউজিল্যান্ড
(18) সার্ক ভুক্ত কোন দেশে সেনাবাহিনী নেই?
মালদ্বীপ
(19) হাজার হ্রদের দেশ কোনটি-
ফিনল্যান্ড
(20) কোন তারিখে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভূক্ত করে?
১ আগস্ট ২০১৫
(21) কোন দুটি দেশ ঢাকায় একই ভবনে নিজেদের দূতাবাস চালুর কার্যক্রম গ্রহন করেছে?
সুইডেন ও নরওয়ে
(22) মোবাইল ফোনে ব্যবহৃত SIM- এর পূর্ণরূপ কোনটি?
Subscriber Identification Module