৪১ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার বাংলাদেশ বিষয়ে প্রশ্ন ব্যাংক ও সল্যুশন ২০২১ ।

BCS 41th Question Bank Bangladesh 2021

Exam held on 20-03-2021

31
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 30 Questions
No Title Answer
(1) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
৫টি
(2) বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(3) পাকিস্থান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
ফেব্রুয়ারী ২২, ১৯৭৪
(4) স্টিভ চেন ও্র চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (You Tube) প্রতিষ্ঠা করেন?
জাবেদ করিম
(5) ঢাকা শহরের গোড়াপত্তন হয়---
মুঘল আমলে
(6) বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
রাজা পঞ্চম জর্জ
(7) অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
শশাঙ্ক
(8) বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়?
IMF এর Bailout package - এর মাধ্যমে
(9) কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশি’ নেত্রকোণায়?
গারো
(10) সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
৪র্থ তফসিল
(11) বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ‍কি ছিল?
তত্ত্বাবধায়ক সরকার
(12) কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
অনুচ্ছেদ ৭ (খ)
(13) মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোডে ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়?
এপ্রিল ১২, ১৯৭১
(14) কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় ---
সন্তোষে
(15) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
পুন্ড্র
(16) বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
লক্ষণ সেন
(17) আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
খাগড়াছড়ি জেলায়
(18) ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খাজা নাজিম উদ্দিন
(19) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
নওয়াব স্যার সলিমুল্লাহ
(20) বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?
আলাউদ্দিন হোসেন শাহ
(21) ’মৎসান্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
৭ম-৮ম শতক
(22) ঐতিহাসিক ‘ছয় দফা দাবিতে কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না?
বিচার ব্যবস্থা
(23) বঙ্গবন্ধুকে কখন ”জুলিও কুরী” শান্তি পুরস্কার প্রদান করা হয়?
২৩ মে ১৯৭২
(24) লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
২৩-২৪ ফেব্রুয়ারী ১৯৭৪
(25) বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
৭ মার্চ ১৯৭৩