BCS 12th Preliminary Question Bank Quiz and Solution Bangla 1990

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) কোন বানানটি শুদ্ধ ?
পাষাণ
(2) এক কথায় প্রকাশ করূন- ‘যা বলা হয় নি;-
অনুক্ত
(3) ‘বটতলার পুঁথি’ বলতে বুঝায়-
দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
(4) ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
কৃষ্ণকান্তের উইল
(5) “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-
অতুল প্রসাদ সেন
(6) “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
(7) কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
রাম বসু এবং ভোলা ময়রা
(8) কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
পাঠক
(9) কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
নিমরাজি
(10) ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
ধাতু
(11) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত-
ভাষাতত্ত্ববিদ
(12) নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যব...
ঘোড়াকে চাবুক মার
(13) বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?
বক ধার্মিক; বিড়াল তপস্বী
(14) বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
চা, চিনি
(15) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-
শাহ্ মোহাম্মদ সগীর
(16) বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
গীতিকবিতা
(17) মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-
পত্রকাব্য
(18) মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
ইউসুফ জুলেখা
(19) রূপসী বাংলার কবি-
জীবনানন্দ দাশ
(20) শুদ্ধ বাক্যটি চিহ্নিত করন -
বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন