BCS 12th Preliminary Question Bank Quiz and Solution Mathematics 1990

15
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 13 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 15 of 15 Questions
No Title Answer
(1) বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল-
২০ টি
(2) সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫‌‌‌'হলে এর বাহুর সংখ্যা কত?
(3) ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
০.০২০৫৭৩৪
(4) 2x2-x-3 এর উৎপাদক কী কী ?
(2x-3)(x+1)
(5) ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
৩৫:৭২
(6) ৮,১১,১৭,২৯,৫৩,-পরবর্তী সংখ্যাটি কত?
১০১
(7) a4+4 এর উৎপাদক কী কী ?
(a2+2a+2)(a2-2a+2)
(8) P-এর মান কত হলে 4x2-Px+9 একটি পূর্ণ বর্গ হবে?
12
(9) x2-8x-8y+16+y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?
2xy
(10) একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত?
৬৪√৩ বর্গমিটার
(11) একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
৩৬০০
(12) চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় -
রম্বস
(13) নিচের কোন সংখ্যাটি ‌√2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
1.5
(14) নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-
১২ ঘন্টা
(15) ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বি...
PB=PD