BCS 33th Preliminary Question Bank Quiz and Solution General knowledge 2012 part 2

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) স্টেইনলেস স্টিলের অন্যতম উপদান –
ক্রোমিয়াম
(2) MKS পদ্ধতিতে ভরের একক –
কিলোগ্রাম
(3) অ্যালটিমিটার Altimeter কি?
উচ্চতা পরিমাপক যন্ত্র
(4) ইউরি গ্যাগারিন মহাশুন্যে যান –
১৯৬১
(5) ইন্টারনেট চালু হয় –
১৯৬৯
(6) কোনটি মৌলিক পদার্থ –
লোহা
(7) কোনটি এ্যান্টিবায়োটিক?
পেনিসিলিন
(8) কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
সূর্যরশ্মি
(9) কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
রাবার
(10) কোনটিকে চুম্বকে পরিণত করা যায় –
ইস্পাত
(11) গ্রীনিচ মানমন্দির অবস্থিত-
যুক্তরাজ্যে
(12) জন্ডিসে আক্রান্ত হয় –
যকৃত
(13) বিগব্যাঙ তত্ত্বের প্রবর্তক –
জি. ল্যামেটার
(14) ভারী পানির সংকেত –

D2O

(15) মহাজাগতিক রশ্মির আবিষ্কারক –
হেস
(16) লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –
দস্তা
(17) সঙ্কর ধাতু পিতলের উপাদান-
তামা ও দস্তা
(18) সর্বাপেক্ষা হালকা গ্যাস –
হাইড্রোজেন
(19) সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল –
জিপসাম
(20) স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু –
পারদ