BCS 11th Preliminary Question Bank Quiz and Solution General knowledge 1990 Part-2

30
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 25 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 30 Questions
No Title Answer
(1) ‘আন্তর্জাতিক পরিবেশ দিবস’ পালিত হয় -
৫ জুন
(2) ‘জাতিসংঘ দিবস’ পালিত হয়-
২৪ অক্টোবর
(3) ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ?
বার্সালোনা
(4) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)- এর সদর দ...
ভিয়েনা
(5) আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা -
Paul Harris
(6) আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
বেরিং
(7) ইউরিয়া সারের কাঁচামাল-
মিথেন গ্যাস
(8) ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে -
বিনা সুদে
(9) উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?
২০০ নটিক্যাল মাইল
(10) এডেন কোন দেশের সমুদ্রবন্দর ?
ইয়েমেন
(11) এফটা –[AFTA] বলতে বোঝায় -
একটি বাণিজ্যিক গোষ্ঠী
(12) ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো -
অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
(13) কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী ?
যশোর
(14) চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নিমার্ণের প্রধান উদ্...
দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
(15) নামিবিয়ার রাজধানী -
উইন্ডহক
(16) প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ – এর বর্তমান নাম -
বরিশাল
(17) বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -
১৪ ডিসেম্বর
(18) বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয় ?
রংপুর
(19) বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
ভাওয়াল ও মধুপুরের বনভূমি
(20) বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী ?
১০ : ৬
(21) বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ?
মেঘনা
(22) বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
২ কোটি ৪০ লক্ষ একর
(23) বাসস একটি -
একটি সংবাদ সংস্থার নাম
(24) বি.কে. এস. পি হলো -
একটি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম
(25) মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
করতোয়া