BCS 11th Preliminary Question Bank Quiz and Solution General knowledge 1990 Part-1

19
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 19 of 19 Questions
No Title Answer
(1) ‘পবিত্র ভূমি’ কোনটিকে বলা হয়?
জেরুজালেম
(2) ‘হারারে’- এর পুরাতন নাম -
সলসবেরী
(3) ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে -
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
(4) ওডার-নিচ নদী -
পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
(5) কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় -
এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
(6) কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো -
বালি
(7) কাজ করার সামর্থ্যকে বলে -
শক্তি
(8) জাপানের পার্লামেন্টের নাম -
ডায়েট
(9) ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -
বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
(10) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো -
মিথেন
(11) বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
একই হয়
(12) মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আ...
ওয়েভ গাইডের মধ্য দিয়ে
(13) মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত ?
২৩ জোড়া
(14) মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রি...
পরমাণু
(15) রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো -
প্রিজমের কাজ করে
(16) সমুদ্র পৃষ্টে বায়ুর চাপ প্রতি বর্গ সেঃ মিঃ এ--
১০ নিউটন
(17) সমুদ্র স্রোতের অন্যতম কারণ -
বায়ু প্রবাহের প্রভাব
(18) সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তম...
ইরি -৮
(19) সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর...
ষ্টোরেজ ব্যাটারি