BCS 31th Preliminary Question Bank Quiz and Solution General knowledge 2011

41
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 40 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 41 Questions
No Title Answer
(1) 'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দ্যেশ্য করে লেখা ?
ইন্দিরা দেবী
(2) মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে --
২৩ জোড়া
(3) হীরক উজ্বল দেখানোর কারণ--
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
(4) কোন আলোক তরঙ্গে (light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়?
৪০০ থেকে ৭০০ নে.মি. (nm)
(5) কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় --
মাটির অম্লতা হ্রাসের জন্য
(6) কোলেস্টেরল এক ধরণের --
অসম্পৃক্ত আলকোহল
(7) সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম --
সেক্সট্যান্ট
(8) কম্পিউটার-টু-কম্পিউটার তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় --
ইন্টারনেট
(9) বায়ূমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় --
আয়ানোস্ফিয়ার
(10) এপি কালচার বলতে বুঝায় --
মৌমাছির চাষ
(11) কোন নিষ্ক্রিয় গ্যাসে (inert gas) আটটি ইলেকট্রন নেই --
হিলিয়াম
(12) কাজ ও বলের একক যথাক্রমে --
জুল ও ডাইন
(13) বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় --
স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
(14) জারণ বিক্রিয়ার ঘটে--
ইলেকট্রন বর্জন
(15) আইসোটেপের ক্ষেত্রে কোনটি সঠিক?
প্রোটিন সংখ্যা সমান থাকে
(16) কোনটি অর্ধ-পরিবাহী (semi-conductor) নয়?
লোহা
(17) পৃথিবীর সর্বাপেক্ষা বেশী গম উৎপাদনকারী দেশ কোনটি?
চীন
(18) মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
কোস্টারিকা
(19) 'লাইন অব কন্ট্রোল' কোন দু'টি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
ভারত ও পাকিস্থান
(20) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
আলজেরিয়া
(21) আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
জহির শাহ
(22) কবে ফরাসী বিপ্লব সংঘঠিত হয়?
১৭৮৯
(23) হারারে'র পুর্ব নাম কি?
সলসব্যারী
(24) পূর্বে কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ছিল?
থাইল্যান্ড
(25) হাজার হ্রদের দেশ কোনটি?
ফিনল্যান্ড