BCS 31th Preliminary Question Bank Quiz and Solution Mathematics 2011

16
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 16 of 16 Questions
No Title Answer
(1) যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুনফল যথাক্রমে 20 এবং 96 হয়, তবে সংখ্যা দুইটির ব্যাস্তানুপাতিক (reciprocals) যোগফল কত হবে?
$\frac{5}{24}$
(2) 12+22+32+...............+x2 এর মান কত ?
$\frac{x(x+1)(2 x+1)}{6}$
(3) 0,1,2 এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল --
2187
(4) একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21m এবং 29m হলে এর ক্ষেত্রফল কত ?

210m2

(5) দুইটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুনফল 432 তবে বড় সংখ্যাটি কত?
36
(6) (x-4)2+(y+3)2=100 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?
(4, -3)
(7) f(x)=x3-2x+10 হলে f(0) কত?
10
(8) যদি a+b=2, ab=1 হয় তবে a এবং b এর মান যথাক্রমে --
1,1
(9) 3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান --
x=-1, y=1
(10) (4X2-16) এবং 6X2+24x+24 এর গসাগু -
2(x+2)
(11) একটি রসম্বের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রসম্বের ক্ষেত্রফল কত?
12
(12) কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60 । তবে সংখ্যাটি কত?
200
(13) কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি । উহা কত ?
70
(14) x3-x2 কে x-২ দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে ---
-8
(15) রহিম, করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে । তাহারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
This is wrong in answer & Question skip please
(16) ভারী পানি (Heavy water) এর সংকেত হচ্ছে --

HD2O2