University of Dhaka Admission Question Bank KHA Unit - 2015-16 [General knowledge]

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 20 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) 'নাইকো রিসার্চ' কোন দেশভিত্তিক তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কম্পানি?
কানাডা
(2) সুয়েজখাল কত সালে চালু হয়েছিল?
১৮৬৯
(3) গারুডা কোন দেশের বিমান সংস্থা ?
ইন্দোনেশিয়া
(4) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন -
ডঃ কামাল হোসেন
(5) বিশ্বের সর্বোচ্চ টাওয়ারের নাম কী ?
স্কাই ট্রি (জাপান)
(6) 'ভাওয়াইয়া' কোন অঞ্চলের গান ?
রংপুর
(7) 'উটোয়া দ্বীপ' -কোথায় অবস্থিত?
নরওয়ে
(8) শীতকালে চামড়া ফাটে কেন?
আর্দ্রতার অভাবে
(9) প্রেসার কুকারে পানির ষ্ফুটনাঙ্ক-
বেশি হয়
(10) ডাইন কিসের একক?
বল
(11) সিজিএস পদ্ধতিতে দৈর্ঘের একক কি?
সেন্টিমিটার
(12) যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সরকারী পদবি -
চ্যান্সেলর অব এক্সচেকার
(13) 'কিয়াট' কোন দেশের মুদ্রা ?
মায়ানমার
(14) 'অ্যাবেই' কোন দুটি দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল?
সুদান, দক্ষিণ সুদান
(15) 'এএফপি' কোন দেশের সংবাদ সংস্থা?
ফ্রান্স
(16) 'দি ব্যাংক অব মারকাজী' কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?
ইরান
(17) আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ -
ইরাক
(18) বর্তমান বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি ?
জাপান
(19) স্বাধীনতার পুর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল?
অস্ট্রেলিয়া
(20) ‘অক্সফোর্ড' বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে কত সালে ডি-লিট উপাধি প্রদান করে?
১৯৪০