Teacher Recruitment Preliminary Question Bank Quiz and Solution General math 2015 প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ , ২০১৫ দেশের ২২ টি জেলার প্রশ্ন

20
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 20 of 20 Questions
No Title Answer
(1) x3-1 , x3+1, x4+x2+1 এর ল সা গু কত ?
(x6-1)
(2) $\frac{a}{b}$ =4 এবং a+2b = 12 হলে a এর মান কত ?
8
(3) ১, ৩, ৬, ১০, ১৫, ২১ ....... ধারার দ্বাদশ পদ কত ?
৭৮
(4) ২, ৭, ৫, ৪, ৬ ও ১০ সংখ্যাগুলোর প্রচুরক নীচের কোনটি ?
প্রচুরক নেই
(5) ৪, ৬, ৭ এবং x এর গড় মান ৫.৫ হলে x এর মান কত ?
৫.০
(6) ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে, ১২ জন শ্রমিক ঐ টাকা আয় করবে কত দিনে ?
৩ দিন
(7) অতিভুজের বিপরীতে থাকে ?
সমকোণ
(8) একটি গনিত বইয়ের প্রকৃত মুল্যের শতকরা ৮০ ভাগ মুল্যে ৭২ টাকায় বিক্রয় করা হলো । বইটির প্রকৃত মূল্য কত ?
৯০
(9) একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে । কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত ?
১৮ জন
(10) একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি 75 মিটার এবং উচ্চতা 20 মিটার । প্রতি বর্গ মিটারে 2 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে ?
1500 টাকা
(11) একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত ?
৫২৩.৬০ ঘন ইঞ্চি
(12) একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7.5 ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত :
28.125 বর্গ ফুট
(13) একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7.5 ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
28.125 বর্গ ফুট
(14) কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে ?
২৫
(15) দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গসাগু ৪ হলে সংখ্যা দুটির লসাগু কত ?
কোনটি নয়
(16) দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুনফল ৭২ । ছোট সংখ্যাটি কত ?
কোনটি নয়
(17) নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
কোনটি নয়
(18) নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ে ২০% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ?
২৮৮ টাকা
(19) বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে সুদে আসলে দিগুণ হবে ?
১০ বছর
(20) যদি a:b = 3:2 এবং b:c = 7:6 হয়, তবে c:a = কত ?
4:7