Teacher Recruitment Preliminary Question Bank Quiz and Solution General math 2019 4th Step Exam(3)

17
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 17 of 17 Questions
No Title Answer
(1) x2-3x-2 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে ?
2
(2) 2+4+8+16+.......... এই ধারাটির কততম পদের মান ১২৮ ?
(3) ৫৩৫ টাকায় একটি জামা বিক্রয় করায় শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রয় করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে ?
৪০০
(4) ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৭ঃ৩ । ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ঃ৭ হবে ?
৮০
(5) ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ঃ১। কমলার রসের পরিমান কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ঃ২ হবে ?
৬০
(6) 80,96,-----,128 শুন্যস্থানে সংখ্যাটি কত হবে ?
১১২
(7) log$_{8}^{2}$ = কত ?
$\frac{1}{3}$
(8) x+$\frac{1}{x}$ =2 হয়,তাহলে x এর মান ?
1
(9) একটি সংখ্যার বর্গ তার বর্গ মুলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত ?
(10) একটি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মিলি.২৪ টি বোতলে জুসের পরিমান কত লিটার ?
৮.৪
(11) ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে,১ম তিনটির যোগফল ২৭ হলে শেষ ৩ টির যোগফল কত ?
৩৬
(12) দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে । তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে ?
কখনই না
(13) দুটি সংখ্যার গঃসাঃগু ও লঃসাঃগু যথাক্রমে ১২ এবং ১৬০। একটি সংখ্যা ৮০ হলে অপরটি কত ?
২৪
(14) নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করায় ২০% ক্ষতি হল, এটি ৬০ টাকা বেশি ,মূল্যে বিক্রি করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মুল...
২০০
(15) বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুল্ধন হবে-
১০৬৪৮
(16) মনির ও তপনের আয়ের অনুপাত ৪ঃ৩, তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ঃ৪ । মনিরের আয় ১২০ টাকা হলে , রবিনের আয় কত ?
৭২
(17) শামিমের আয় ও ব্যয় এর অনুপাত ২০ঃ১৫ হলে , তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ ?
২৫%