এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 25 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত?

ইরাক

(2) ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?

বার্সিলোনা

(3) ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?

বার্সিলোনা

(4) আই. এম. এফ.-এর সদর দপ্তর কোথায়?

ওয়াশিংটন

(5) আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়--

৫ জুন

(6) ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

তুরস্কে

(7) ইসলামী সম্মেলন সংস্থা (OIC)-র প্রধান কার্যালয় (...

জেদ্দা 

(8) এডেন কোন দেশের সমুদ্র বন্দর?

ইয়েমেন

(9) এফটা (EFTA) বলতে বোঝায়--

একটি বাণিজ্যিক গোষ্ঠী

(10) কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস...

প্যাট্রিক লুমুম্বা

(11) জাতিসংঘ দিবস পালিত হয়--

২৪ অক্টোবর

(12) জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন --

ট্রিগভেলি

(13) জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

১৯৩

(14) দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে --

১৯৪৫ সালের মে মাসে

(15) নামিবিয়ার রাজধানী --

উইন্ডহুক

(16) নিকারাগুয়ার যে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থনপু...

কন্ট্রা

(17) নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্ব...

জাপান

(18) পিএলও- এর সদর দপ্তর--

তিউনিস

(19) ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়--

হোয়াইট হল

(20) মালদ্বীপের মুদ্রার নাম কী?

রূপাইয়া

(21) যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচী গ্রহণ করেছে--

যুক্তরাষ্ট্র

(22) সাউথ কমিশনের চেয়ারম্যান--

জুলিয়াস নায়ারে

(23) সার্ক-এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়--

১৯৮৫ সালে

(24) হারারে -এর পুরাতন নাম--

সলসবেরী

(25) হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল --

১৯৪৫ সালের আগস্ট মাসে