এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 25 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) ইউরিয়া সারের কাঁচামাল--

মিথেন গ্যাস

(2) কোন জেলা তুলা চায়ের জন্য বেশী উপযোগী?

যশোর

(3) ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাঁসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজব...

কলা

(4) ‘বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রবর্তন করা হয় কো...

১৭৯৩

(5) ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর...

হামিদুজ্জামান খান

(6) আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স...

ইরাক

(7) উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাই...

স্যার এ. এফ. রহমান

(8) কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?

হুমায়ূন

(9) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়--

১৬ ডিসেম্বর, ১৯৭২

(10) ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?

১৬১০ খ্রিস্টাব্দে

(11) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

১৯২১

(12) ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরী করেন--

মির্জা আহমেদ খান

(13) পাখি ছাড়া ‘বলাকা’ ও ‘দোয়েল’ নামে পরিচিত হচ্ছে---

উন্নত জাতের গম শস্য

(14) পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?

সোমপুর বিহার

(15) পূর্বাশা দ্বীপের অপর নাম--

দক্ষিণ তালপট্টি

(16) প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম---

বরিশাল

(17) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন---

সম্রাট আকবর

(18) বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল--

১৭ এপ্রিল, ১৯৭১

(19) বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে--

বিজয়পুরে

(20) বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী---

মেঘনা

(21) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

সোনারগাঁওয়ে

(22) বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্য...

পর্তুগিজরা

(23) বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?

মহাস্থানগড়ে

(24) মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

করতোয়া

(25) মা ও মণি হলো--

একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম