টোমাস রবার্ট লিন্ডাল
জন্মঃ জানুয়ারি ২৮, ১৯৩৮
জাতীয়তাঃ সুইডেন

রসায়নে নোবেল পেয়েছেন সুইডেনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের এমেরিটাস পরিচালক ৷

এই বিজ্ঞানী গবেষণা করে দেখিয়েছেন, ডিএনএ আসলে একটি অতি ভঙ্গুর মলিকিউল এবং যে হারে ডিএনএ-র অবক্ষয় ঘটে, তা-তে পৃথিবীতে জীবনের বিকাশ ঘটা সম্ভব ছিল না৷ ফলে লিন্ডাল ‘বেস এক্সিজন রিপেয়ার’ নামের একটি মলিকিউলার প্রণালী আবিষ্কার করেন, যা অবিরাম আমাদের ডিএনএ-কে মেরামত করে চলে৷

Subject

General knowledge