উইলিয়াম সেসিল ক্যাম্পবেল
জন্মঃ ২৮ জুন ১৯৩০
জাতীয়তাঃ আমেরিকান

উইলিয়াম সেসিল ক্যাম্পবেল হলেও একজন আইরিশ বংশভূত আমেরিকান জীববিজ্ঞানী। পরজীবী সৃষ্ট রোগ প্রতিরোধের যুগান্তকারী কিছু প্রতিষেধক আবিষ্কারের জন্য তিনি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন।তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ড্রিউ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তিনি তাঁর পিতা আর জে ক্যাম্পবেল এর ৩য় সন্তান।  তিনি ১৯৫২ সালে ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে প্রাণীবিদ্যায় ১ম শ্রেনীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৭ সালে  ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসন থেকে স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করন।
১৯৫৭থেকে ১৯৯০ পর্যন্ত তিনি একটি ঔষধ কম্পানিতে গবেষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ১৯৮৪ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি এস্যা বিজ্ঞান ইনিস্ট্রিটিউটে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

Subject

General knowledge