বীরেন্দ্র শেওয়াগ

ব্যক্তিগত তথ্যঃ
জন্ম: ২০ অক্টোবর ১৯৭৮।
 ভারতের জাতীয় ক্রিকেট দলের একজন স্বনামধন্য খেলোয়াড়।
ব্যাটিংয়ের ধরণঃ ডান হাতি ব্যাটসম্যান ।
বোলিংয়ের ধরণঃ ডান হাতি অফ ব্রেক বলার ।
ভূমিকাঃ Opening batsman, occasional offspinner ।
তিনি বীরু, নাজফগড়ের নওয়াব ও আধুনিক ক্রিকেটের জেন মাস্টার নামেও পরিচিত।
আন্তর্জাতিক তথ্যঃ
জাতীয় পার্শ্বঃ ভারত।
টেস্ট অভিষেকঃ ৩ নভেম্বর ২০০১ বনাম দঃআফ্রিকা ।
শেষ টেস্টঃ ১৩ ডিসেম্বর ২০১২ বনাম ইংল্যান্ড ।
ওডিআই অভিষেকঃ ১ এপ্রিল ১৯৯৯ বনাম পাকিস্থান।
শেষ ওডিআইঃ ৩ জানুয়ারী ২০১৩ বনাম পাকিস্থান।
টি২০আই অভিষেকঃ ১ ডিসেম্বর ২০০৬ বনাম দঃআফ্রিকা ।
শেষ টি২০আইঃ ২ অক্টোবর ২০১২ বনাম দঃআফ্রিকা ।
 ১৯৯৯ সালে একদিনের অন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে এবং ২০০১ সালে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে যায়গা পান। যিনি একদিনের আর্ন্তজাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৯ রান করে এই ধারায় রেকর্ডধারী হিসেবে স্বীকৃত।

Subject

International