এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 15 of 15 Questions
No Title Answer
(1) ১ কিলোবাইট সমান কত বাইট?
১০২৪ বাইট
(2) M-Commerce সেবা প্রথম চালু হয় ১৯৯৭ সালে--
ফিনল্যান্ডের হেলসিংকিতে
(3) RAM -এর পূর্ণ রূপ কী?
Random Access Memory
(4) Web page লেখা হয়--
HTML দ্বারা
(5) কম্পিউটারের সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা যায়?
দুই ভাগে
(6) কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
লেজার প্রিন্টার
(7) কোনো প্রোগ্রামের ভুল বের করে তা দূর করাকে বলে--
ডিবাগিং
(8) গঠন ও কাজের ওপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়?
তিন ভাগে
(9) বর্তমানে স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ--
চীন
(10) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যোগ দান করে--
২০০৬ সালের মে মাসে
(11) বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোন দেশে অবস্থিত?
যুক্তরাষ্ট্র
(12) বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটারের নাম কী?
ENIAC
(13) যুক্তরাষ্ট্রের বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান IBM প্রতিষ্ঠিত হয়--
১৯১১ সালে
(14) সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়--
ওয়ার্ক স্টেশন
(15) হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক বা বর্ণ ব্যবহার করা হয়?
১৬টি