এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 25 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
সবগুলো
(2) ই-ক্লাস রুম তৈরির জন্য প্রয়োজন-
i ও ii
(3) ই-স্বাস্থ্যসেবা কোনটির অন্তর্ভুক্ত?
ই-সেবা
(4) ইন্টারনেটকে কেন্দ্র করে-
ii ও iii
(5) ইন্টারনেটের মাধ্যমে বিখ্যাত লেখকের বই সংগ্রহ কী প্রয়োজন?
ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার
(6) ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে কোথায় প্রবেশ করতে হয়?
তাদের নিজস্ব ওয়েবসাইটে
(7) ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের পদ্ধতিতে কী বলা হয়?
E-service
(8) কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?
১৯৯১
(9) কোনটি ব্যবহার করে অনলাইনে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে?
ইন্টারনেট
(10) কোনটিকে মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয়?
টুইটার
(11) ক্যাশ অন ডেলিভারি সংক্ষিপ্ত রূপ কী?
COD
(12) জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থান তথ্য প্রেরণে কোনটি ব্যবহার করেন?
অতিক্ষুদ্র তরঙ্গের ব্যবহার
(13) ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তাবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
চারটি
(14) ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন-
i ও iii
(15) নিচের কোন ওয়বসাইটে ১৪০ অক্ষরের মধ্যে বার্ত প্রকাশ করতে হয়?
www.twitter.com
(16) নেটওর্য়াক প্রযুক্তির বিকাশের ফলে-
i , ii ও iii
(17) প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন তার মুল কাজ কী ছিল?
কমপিউট করা
(18) বর্তমান পরিসেবাসমূহের বিল পরিশোধ এর সহজ মাধ্যমে হলো-
i ও ii
(19) বর্তমান পরীক্ষার ফল খুব সহজে জানা যায়-
i ও iii
(20) বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে কোনটিকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ধরা হয়?
আইসিটি
(21) বর্তমানে সাধারণ মানুষ কম্পিউটারের সবচেয়ে বেশি ব্যবহার করছে কোন ক্ষেত্রে?
বিনোদনের ক্ষেত্রে
(22) বাংলাদেশ কোন লক্ষ্যের দিকে এগিয়ে চেলেছে?
ডিজিটাল বাংলাদেশ গড়া
(23) যান্ত্রিক পদ্ধতি কোনটি?
ই-লার্নিং
(24) যে কোনো প্রতিষ্ঠানের জন্য কোনটি অধিক গুরুত্বপূর্ণ?
ব্যবস্থাপনা
(25) শ্রেণিকক্ষে এবং পাশাপাশি ঘরে বসে কীভাবে সহজ উপায়ে শিক্ষা লাভ করা যায়?
শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিডি এর সাহায্যে